src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের জন্য প্রসেসরের ভূমিকা কি?

ফোনের জন্য প্রসেসরের ভূমিকা কি?

প্রসেসরকে ফোনের প্রান বলা হয়। আগেরকার সময় আমরা র‍্যাম ও রম দেখে ফোন কিনতাম। বর্তমান বাজারে প্রায় বেশিরভাগ ফোনেই নূন্মতম ৩-৬জিবি র‍্যাম ৩২-১২৮ জিবি রম থাকে। সুতরাং এখন আর কেউ আগেকারদিনের মতো র‍্যাম রম দেখেনা। এখন সবাই প্রসেসর দেখে ফোন কিনে। আপনি কেন প্রসেসর দেখে ফোন কিনবেন,সেটিই আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।

ফোনের জন্য প্রসেসরের ভূমিকা
ফোনের জন্য প্রসেসরের ভূমিকা

বাজারে একটাসময় প্রায় সব ফোনে অক্টাকোর প্রসেসর ব্যাবহার করা হতো। স্যামসাং ফোনে তাদের নিজস্ব প্রসেসর এক্সিনোসের প্রসেসর দিতো। যা অনেকটা বেকডেটেড ছিল,তাই স্যামসাং ব্রেন্ডের ফোন হ্যাং দিতো। এখনকার বাজারে স্যামসাং ফোন তাদের এক্সিনোসে ব্যাপক উন্নতি করেছে,তাই এখন আগের মতো হ্যাং করেনা।

একটি ফোনের পারফরমেন্স কেমন হবে,সেটি সেই ফোনের প্রসেসরের উপর নির্ভর করে। প্রসেসর দূর্বল হলে ফোন স্লো করবে,ক্যামেরা পারফরমেন্স খারাপ হবে,গেমিং লেগ করবে। যদি প্রসেসর ভালো হয়,তাহলে ক্যামেরা যত মেগাপিক্সেলই হোক, ছবির কোয়ালিটি হবে দূর্দান্ত। গেমিং পারফরমেন্স কেমন হবে, সেটা তো বলার অপেক্ষা রাখেনা। আপনার ফোনের প্রসেসর ভালো মানে,গেমিং পারফরমেন্স দূর্দান্ত হবে।

অনেক নতুন ব্রান্ড আছে যারা কমদামী প্রসেসর দিয়ে,র‍্যাম ও রম বেশি দেয় বা বড় ডিসপ্লে দেয় বা ক্যামেরা বেশি দেয়। এইসব ব্রেন্ডের ফোন এড়িয়ে চলাই বরং ভালো। বর্তমানে বাজারে সবচেয়ে আপগ্রেড প্রসেসর "কোয়ালকমের স্নাপড্রাগন প্রসেসর"

যেসব ফোনে স্নাপড্রাগনের প্রসেসর দেয়া থাকে,সেসব ফোন গরম কম হয়। ফোন চার্জ দ্রুত হয়। ফোনের নেটওয়ার্ক কোয়ালিটি ও ইন্টারনেট স্পিড ভালো থাকে। ক্যামেরায় ছবির কোয়ালিটি ভালো হয়। এককথায় ফোনের ক্ষেত্রে প্রসেসর অনেক বড় ভূমিকা রাখে। বাজেট কিছুটা বাড়িয়ে হলেও অন্তত স্নাপড্রাগন প্রসেসর দিচ্ছে এমন কোন কেনা ভালো। অন্যদিকে বর্তমান বাজারে স্নাপড্রাগন প্রসেসর ফোনেই কেবলমাত্র জিক্যাম সাপোর্ট করে। আপনি মিডিয়াটেক প্রসেসর যুক্ত ফোনে জিক্যাম সুবিধাটি পাবেন না।

আপনি যদি গেমার হোন বা হ্যাভি ইউজার হোন,তাহলে ফোন অবশ্যই গরম হবে। কেবলমাত্র স্নাপড্রাগনের প্রসেসরের কারনে ফোন তুলনামূলক কম গরম হয়। ফোন গরম কম হয় মানে, আপনার ব্যাটারি দীর্ঘদিন টিকবে। ফোন গরম হলে, সেই তাপ ক্যামেরা বাম্পে লাগে। ক্যামেরা গরম হওয়া মানে,ক্যামেরা কোয়ালিটি খারাপ হবেই।

এতকিছু জানার পরেও কি,আপনি কম বাজেটে ডাউন গ্রেডেড মিডিয়াটেক প্রসেসর ফোন কিনবেন?

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post