আমরা সবাই ফোনে কমবেশি গ্লাস প্রোটেকশন ব্যাবহার করি। এখনকার যুগে প্রিমিয়াম বাজেট ফোনে ইন বিল্ট গ্লাস প্রোটেকশন লাগানো থাকে। আবার কোন কোন ফোনে বক্সে গ্লাস প্রোটেকশন দিয়ে দেয়। তবে প্রায় বেশিরভাগ দোকানদার ফোন কেনার সময় গ্লাস প্রোটেক্টর ফ্রি লাগিয়ে দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে অতি মুনাফার লোভে তারা কমদামী ও নিন্মমানের গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দেয়। এখন আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয়ে আসি। ভালো গ্লাস প্রোটেকটর চেনার উপায় জেনে নিই।
![]() |
ভালো গ্লাস প্রোটেকশন চেনার উপায় |
★ ভালো গ্লাস প্রোটেক্টর কেনার জন্য আপনাকে অবশ্যই ভালো কোন ব্রান্ড শপে যেতে হবে। অথবা যেসব দোকানদার এলাকায় ভালো সুনাম রয়েছে বা পরিচিত,সেসব দোকানে যেতে পারেন।
★ ফোনের গ্লাস প্রোটেকশন লাগানোর পর যেগুলা খশখশ করে,নিশ্চিতভাবে ধরে নিবেন সেগুলো কমদামী বা নিন্মমানের গ্লাস প্রোটেকশন।
★ ভালো গ্লাস প্রোটেক্টরে কখনো টাইপিং বা টাচ করলে,খশখশ করবেনা।
★ বাজারে বিভিন্ন দামের গ্লাস প্রোটেক্টর পাওয়া যায়। ভালো গ্লাস প্রোটেকটরের দাম ১২০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত হতে পারে।
★ গোরিলা গ্লাস ও কার্ভ গ্লাস ও থ্রিডি গ্লাস এগুলা নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যায়। দোকানে গিয়ে বলে,গোরিলা গ্লাস লাগিয়ে দিতে কিন্তু দোকানদার আপনাকে টেম্পার্ড গ্লাস লাগিয়ে দিলো। তখন মনে করি,দোকানদার বোধ হয় ঠকাচ্ছে।
আসলে, টেম্পার্ড গ্লাসের মধ্যেও ভালো প্রোটেকশন আছে। বাংলাদেশ ও ভারতের বাজারে টেম্পার্ড গ্লাস প্রোটেকশন অনেক জনপ্রিয়। দোকানদার আপনাকে যদি ভালো মানের টেম্পার্ড গ্লাস দেয় তাহলে ক্ষতি নেই।
★ এছাড়া বাজারে থ্রিডি,ফাইভ ডি,সিক্স ডি, নাইন ডি, এলিভেন ডি থেকে শুরু করে টুয়েন্টি ডি পর্যন্ত গ্লাস প্রোটেকশন আছে। আসলে এগুলা কিছুইনা। দেখে বোঝার উপায় নেই, এটি কেমন। সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ থাকবে ভালো ব্রান্ড শপ থেকে গ্লাস প্রোটেকশন লাগানোর চেস্টা করুন।
★ বাজারে থাকা একশত টাকা বা তার কম বাজেটে যে গ্লাস প্রোটেকশন আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিন্মমানের হয়ে থাকে। গ্লাস প্রোটেকশন লাগানোর সময় আমরা যে ভুলটি করে থাকি সেটি হলো,ফোনের সাইজের চেয়ে ছোট লাগাই। দোকানদার আপনাকে বোঝানোর চেস্টা করবে যে, সবাই সাইজে ছোট লাগায়। সাইজ মতো পাওয়া যায়না। আসলে,সেই দোকানে আপনার ফোনের সাইজে গ্লাস প্রোটেকশন নেই। তাই যেভাবেই হোক একটি গ্লাস প্রোটেকশন বিক্রি করে,আপনাকে আর ফেরাতে চাচ্ছেনা।
★ ফোনের ডিসপ্লের সাথে পুরোপুরিভাবে খাপ খায় কিনা ভালোভাবে দেখে গ্লাস প্রোটেকশন লাগাবেন। সেই দোকানে না পাওয়া গেলে, দুএকটা দোকানে ঘুরলেই আপনি পেয়ে যেতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।