অনলাইনে লেখালেখি করে কি সত্যিই আয় করা যায়? অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খায়। আপনার মনেও নিশ্চিই আজ এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাইতো আজ আপনি আমাদের এই আর্টিকেল পড়তে বসেছেন। তাই তো? আমাদের আজকের আর্টিকেলটি লিখালিখি করে কিভাবে আপনি ঘরে বসে আয় করতে পারেন সেই বিষয়ে বলা হবে। আপনাদের লিখালিখি বিষয়ক আয় যেহেতু আপনি আপনার মোবাইল ফোন দিয়েই করবেন তাই আমাদের মোবাইলেরবাজার সাইটে আপনাদের জন্য আমাদের এই আয়োজন।
★ লিখালিখি করে কি আয় করা আয়?
উত্তরঃ অবশ্যই। আপনি যদি খুব ভালো বাংলা বা ইংরেজি লিখতে পারেন তাহলে লিখালিখি করে আয় করতে পারবেন।
![]() |
লেখালেখি করে টাকা আয় করার উপায় |
★ লিখালিখি করে আয় করার জন্য কি প্রয়োজন?
উত্তরঃ মোবাইল বা ল্যাপটপ যেখানে আপনি ভালো ও দ্রুত টাইপ করতে পারেন যেকোনো একটি হলেই চলবে।
★ লেখালেখি করে আয় করার জন্য কোথায় কি লিখতে হবে?
উত্তরঃ লেখালেখি করে আয় করতে হলে আপনি বিভিন্ন সাইট বা ফোরামে লিখতে পারেন। পাশাপাশি আপনি নিজেও কোন ব্লগসাইট বা ওয়েবসাইট খুলে লিখালিখি করে আয় করতে পারেন।
★ কোথায় থেকে লিখে আয় করা যায় সেগুলা বুঝব কিভাবে?
উত্তরঃ প্রথমত, আপনি যদি নিজে একটি ব্লগসাইট খুলতে পারেন। তাহলে ব্লগসাইট খুলে আপনি সেখানে লেখা পাবলিশ করে আয় করতে পারেন।
দ্বিতীয়ত, অনলাইনে বিভিন্ন সাইট আছে,যাদেরকে আপনি লেখা পাঠালে তারা সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট দিবে। এছাড়া অনেকে আছে ভিজিটর অনুযায়ী আপনাকে পেমেন্ট দিবে।
★ ফেসবুকে লেখালেখি করে আয় করা যায়?
উত্তরঃ এখন পর্যন্ত ফেসবুক লেখালেখি করার উপর আয়ের ব্যাবস্থা করেনি। তবে আপনার যদি কোন সাইট থাকে, সেই সাইটের লেখা ফেসবুকে শেয়ার দিয়ে আয় করতে পারেন। এক্ষেত্রে নির্দিষ্ট পেইজের সাথে কানেক্ট করে নিলে ফেসবুক ও গুগল উভয় পাশ থেকেই আপনি টাকা আয় করতে পারেন।
★ আমি কি বিষয়ে লিখবো সেটা কিভাবে বুঝবো?
উত্তরঃ আপনি যে বিষয় ভালো লিখতে পারবেন মনে হয় সেই বিষয় নিয়েই লিখুন। যেমন আমি টেকনোলোজি নিয়ে ভালো লেখালেখি কররে জানি বলে,আমি টেক নিয়ে লিখি। আপনি যেই বিষয়ে জানাশোনা ভালো সেই বিষয়ে লিখুন। তবে সেই বিষয়ে দীর্ঘদিন লিখালিখি কনটিনিউ করতে পারবেন কিনা সেটি বুঝে নিবেন। আপনার যদি কোন বিষয়ে সল্প জ্ঞান থাকে তাহলে নির্দিষ্ট সময় পরে,আপনি আর লিখতে পারবেন না।
★ লিখালিখি করা জন্য টপিকস কিভাবে নির্ধারন করবো?
উত্তরঃ আগের উত্তরেই বলেছি,যে বিষয়ে আপনার ভালো জ্ঞান আছে। যে বিষয়ে আপনার প্রচুর আগ্রহ আছে সে বিষয়ে লিখুন। যেমনঃ আপনি করোনাভাইরাস নিয়ে সাইট বা পেজ খুলে লেখালেখি শুরু করলেন। যখন করোনাভাইরাস থাকবেনা তখন কেউ আপনার এই লেখা পড়বেনা।
এখন আপনি যদি স্বাস্থ্য নিয়ে লিখালিখি করেন তাহলে দীর্ঘদিন লিখা চালাতে পারবেন। তবে কোন টপিকস নিয়ে লেখালেখি শুরু করার আগে সেই বিষয়ে আপনার জ্ঞান ও আগ্রহ কেমন সেটি বুঝেশুঝে লেখা শুরু করাই শ্রেয়।
★ লেখালেখি করে মাসে কত টাকা আয় করা যায়?
উত্তরঃ আপনি কোন প্লাটফর্মে লেখালেখি করতে যাচ্ছেন সেটি দেখার বিষয়। আপনার লেখার টপকস যত মানুষ পড়বে সেই অনুযায়ী আপনার আয় হবে।
★ ফোর্যাম বা সাইটে লিখে পেমেন্ট কিভাবে পাওয়া যায়?
উত্তরঃ আপনার নিজস্ব ব্লগসাইটে লিখলে সেটার আয় আপনি এডসেন্সের মাধ্যমে ব্যাংকে পাবেন। বিভিন্ন ফোরাম বা সাইটে লিখলে সেটা আপনি মোবাইল ব্যাকিং সিস্টেমে পেমেন্ট পাবেন।
★ আমি প্রচুর লিখতে জানি,এখন কোথায় লিখলে টাকা পাবো?
উত্তরঃ আপনি আপনার নিজ উদ্দোগ্যে ব্লগ সাইট খুলতে পারেন। অনলাইনে বিভিন্ন সাইট আছে,যেখানে আপনি লিখে আয় করতে পারেন। এছাড়া অনেক সাইট আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে। যাদেরকে আপনি লিখা পাঠালে তারা সেই লিখার অনুপাত অনুযায়ী আপনাকে পেমেন্ট দিবে। তবে অবশ্যই কোন কপিপেস্ট লিখা দিতে পারবেন না। কপিপেস্ট লিখার কোন ভ্যালু নেই।
★ যারা ফেসবুকে বিভিন্ন পেইজে লিখালিখি করে তারা কি আয় করতে পারে?
উত্তরঃ এখন পর্যন্ত ফেসবুক পোস্টে লিখার মাধ্যমে আয়ের সিস্টেম চালু করেনি। তবে আশাকরা হচ্ছে অদূর ভবিষ্যৎতে ফেসবুকে লেখালেখি করে আয়ের ব্যাবস্থা করবে।
ফেসবুক এখন ভিডিও শেয়ারে,ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় দেয়।
★ কোন টপিক্সে লিখে ভালো আয় করা যায়?
উত্তরঃ বিভিন্ন শিক্ষামূলক বিষয়, মোটিভেশন আর্টিকেল, টেক রিলেটেড বিষয়, সুস্বাস্থ্য বিষয়,ধর্মীয় নিয়মকানুন, সাইন্স ফিকশন বিষয়াবলী ইত্যাদি।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।