src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> OPPO MOBILE কেনার আগে জানা জরুরি

OPPO MOBILE কেনার আগে জানা জরুরি

বাংলাদেশে একটাসময় জনপ্রিয়তা ব্রান্ড ছিল অপ্পো বা ওপ্পো যেভাবেই উচ্চারণ করিনা কেন। ক্যামেরা ফোন হিসেবে অপ্পোর ব্যাপক সুনাম ছিল। অপ্পো নিয়ে আপনার অনেক অজানা তথ্য আজ জানতে পারবেন। যারা ইতোমধ্যে অপ্পোর ফোন কিনে ব্যাবহার করছেন বা যারা ভবিষ্যৎ অপ্পোর ফোন কিনবেন বলে পরিকল্পনা করছেন তারা আজকের আর্টিকেলটি পড়তে পারেন।

★ অপ্পো কি ভারতীয় ব্রান্ড?
উত্তরঃ অপ্পো ব্রান্ড মূলত চাইনিজ। ভারতে তাদের বিশাল বিজনেস আছে। এশিয়া মহাদেশের মধ্যে অপ্পো ভারতের বাজারেই বেশি জনপ্রিয়তা পায় যার কারনে অনেকেই ভেবে নিয়েছি অপ্পো ভারতীয় ব্রান্ড।

OPPO MOBILE কেনার আগে জানা জরুরি
OPPO MOBILE কেনার আগে জানা জরুরি 

★ রিয়েলমি কি অপ্পোর সাব ব্রান্ড?
উত্তরঃ অপ্পো থেকে ভিভো এসেছে, তারপর রিয়েলমি,তারপর ওয়ানপ্লাস। তারমানে অপ্পো,ভিভো,রিয়েলমি,ওয়ানপ্লাস সব একই মালিকানায় পরিচালিত হয়। তাদের মূল প্রতিষ্ঠানের নাম বিবিকে ইলেকট্রনিকস।

★ অপ্পোর ফোন কিসের জন্য ভালো?
উত্তরঃ সবাই জানি, ওপ্পোর মোবাইল ক্যামেরার জন্য সেরা। আপনি যদি ক্যামেরাকে অগ্রাধিকার দিয়ে ফোন কেনার কথা ভেবে থাকেন। তাহলে অপ্পোর ফোন কিনতে পারেন।

★ অপ্পো ফোনের প্রসেসর কেমন?
উত্তরঃ অপ্পোর প্রিমিয়াম বাজেট ফোনের প্রসেসর ভালো দেয় কিন্তু আমাদের দৃষ্টিতে মিড বাজেট ফোনে ওপ্পোর প্রসেসর তেমন সুবিধাজনক নয়।

★ অপ্পোর ফোন দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারন কি?
উত্তরঃ শুরুরদিকে অপ্পো যখন বাংলাদেশে আসে,তখন খুব অল্প সময়ে জনপ্রিয়তা পায়। তাদের ফোন অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়ার কারন তাদের মার্কেটিং কৌশল। প্রতিটা শোরুমে দক্ষ ও অভিজ্ঞ পুরুষ ও নারী কর্মী নিয়োগ। পাশাপাশি বাজারজাতকরণ কৌশলের কারনে অপ্পো খুবই অল্প সময়ে বাংলাদেশ ও ভারতের বাজার দখলে নিয়ে নেয়।

★ অপ্পোর ফোনের দাম বেশি থাকে কেন?
উত্তরঃ এখনকার স্মার্টফোনের বাজার হিসেব করলে অপ্পোর ফোনের দাম স্পেসিফিকেশন তুলনায় বেশি। অপ্পো তাদের সাব ব্রান্ড ভিভো ও রিয়েলমি বাজারে আনার পর থেকে অপ্পোকে গুরুত্ব কম দিচ্ছে। সুতরাং কম বাজেটে ভালো স্পেসিফিকেশন দিয়ে ফোন আনলে,অপ্পো তাদের ভিভো বা রিয়েলমি নামে আনবে।

★ অপ্পোর ফোনের ব্যাটারি কেমন?
উত্তরঃ অপ্পোর প্রায় বেশিরভাগ ফোনেই নন রিমুভেবল ব্যাটারি দেয়া থাকে। শুরু থেকেই ওপ্পো নন রিমুভেবল ব্যাটারি দিয়ে আসছিল। সেক্ষেত্রে অপ্পোর ব্যাটারি কোয়ালিটি তুলনামূলক অনেক ভালো বলা যায়। ব্যাটারি বেকাপ বিবেচনায় অপ্পো আগে থেকেই ভালো।

★ অপ্পোর ফোনের চার্জার কোয়ালিটি কেমন?
উত্তরঃ ব্যাটারির পাশাপাশি অপ্পোর চার্জার কোয়ালিটি ভালো দিয়ে থাকে। অপ্পোর চার্জারে তুলনামূলক দ্রুত ফোন চার্জ হয়।

★ অপ্পোর ফোন কাদের কেনা উচিৎ?
উত্তরঃ যারা প্রিমিয়াম বাজেট ফোন কিনতে চান, যারা দীর্ঘক্ষন বাসার বাহিরে থাকেন, ভালো ক্যামেরার কোন ফোন কিনতে চাচ্ছেন তারা অপ্পোর ফোন দেখতে পারেন।

★ অপ্পোর ফোন যাদের কেনা উচিৎ নয়?
উত্তরঃ যারা বেশি স্পেসিফিকেশন দিয়ে কম বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তারা অপ্পোর ফোন এড়িয়ে যেতে পারেন।

বর্তমান বাজারে অপ্পোর বেশ কয়েকটি সাব ব্রেন্ড আসার পর থেকে অপ্পো তাদের আগের রূপে নেই। তারা এখন খুব অল্প স্মার্টফোন বাজারে আনে। কমদামে দূর্দান্ত স্পেসিফিকেশন ফোন আনার ক্ষেত্রে অপ্পোর তেমন একটা নজর নেই।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post