নতুন ফোন কেনার পরেই অনেকে অভিযোগ করে তাদের ফোন স্লো কাজ করে। ফোন কেন স্লো হয় বা আপনার হাতের নতুন ফোন কেন স্লো কাজ করে এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল। যারা মনে করছেন আপনার ফোন স্লো কাজ করে বা যারা ফোন আরো ফাস্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে আজকের আর্টিকেলটি পড়বেন।
মোবাইল ফোন স্লো হওয়ার পেছনে অনেকগুলো বিষয় জড়িত থাকে। যেগুলো আমরা অনেকে না জানার কারনে নতুন ফোন কেনার পরে স্লো মনে হয়। সেগুলো একেএকে পয়েন্ট আকারে দেখানো হবে।
![]() |
ফোন স্লো কাজ করে কেন |
★ব্যাটারি সেভারঃ এখনকার দিনে প্রায় সব ফোনেই ব্যাটারি সেভার এপ্স থাকে বা ফোনের সেটিং অপশনে ব্যাটারি সেভার চালু থাকে। আপনি মানেন বা না মানেন, ব্যাটারি সেভার অন থাকাকালীন গেমিং বা ইন্টারনেট ব্রাউজিং করার সময় আপনি ফোনের প্রকৃত স্পিড বা পারফরমেন্স পাবেন না।
তাহলে কি ব্যাটারি সেভার অফ রাখবো?
না,সেটিও করবেন না। ব্যাটারি সেভারে টাইম সেটিং করে দেয়া যায়। যে সময়টাতে আপনি ফোন ব্যাবহার করেননা সেই সময়ে ব্যাটারি সেভার ব্যাবহার করুন। অথবা আপনি বাড়ির বাহিরে কোন কাজে যাচ্ছেন তখন সেই সময়ে ব্যাটারি সেভার অন রাখুন তাছাড়া বাকী সময় অফ রাখুন। ব্যাটারি সেভার ব্যাবহারে আপনার ফোনের প্রকৃত পারফরমেন্স উপভোগ করতে পারবেন না।
★এন্টিভাইরাস এপ্লিকেশনঃ অনেক স্মার্টফোন ব্রান্ড ফোন কেনার সময় ইন বিল্ট এন্টিভাইরাস এপ্লিকেশন দিয়ে দেয়। এইসব এন্টিভাইরাস এপ্লিকেশন আপনার ফোনকে অনেকাংশে স্লো করে দেয়। স্মার্টফোনের ক্ষেত্রে আসলে এন্টিভাইরাস এপ্লিকেশন ততটা গুরুত্বপূর্ণ নয়। আপনার ফোনের এইসব এন্টিভাইরাস আপনার ফোনের পারফরমেন্স স্লো করে দিবে। সম্ভব হলে সেসব এন্টিভাইরাস এপ্লিকেশন বন্ধ রাখুন।
★ কাস্টম ওয়েলপেপারঃ ফোনের ডিসপ্লেতে থাকা ডিফল্ট ওয়েলপেপার ব্যাবহার না করে অনেকেই লাইভ ওয়েলপেপার বা এপ্স ইন্সটল দিয়ে ওয়েলপেপার ব্যাবহার করে থাকি। এইসকল ওয়েলপেপার ব্যাবহার আপনার ফোনের পারফরমেন্স অনেকাংশে স্লো করে দিবে।
★ ডিফল্ট এপ্লিকেশনঃ ফোন কেনার সময় ফোনে অনেক এপ্লিকেশন ইন্সটল দেয়া থাকে। যেগুলার অনেকগুলোই আমরা নিয়মিত ব্যাবহার করিনা। যেমনঃ শেয়ার ইট এপ্লিকেশন ফোনের পারফরমেন্স অনেক স্লো করে। আপনার যদি বাসায় ওয়াইফাই থাকে বা বন্ধুদের সাথে কোন ফাইল বা ছবি শেয়ার করার প্রয়োজন না থাকে,তাহলে এই শেয়ার ইট এপ্লিকেশন আন-ইন্সটল করে রাখুন। এছাড়া ফোন কেনার সময় যে এপ্স ফোন থাকে,বেছেবেছে অপ্রয়োজনীয় এপ্স ডিলিট করে রাখুন।
★ গেমিং এপ্লিকেশনঃ ফোনের মধ্যে যদি হ্যাভি গ্যামিং এপ্লিকেশন থাকে যেগুলো ফোনের র্যাম ও রমের যায়গা দখল করে থাকে সেগুলো আপনার ফোনকে স্লো করে দিতে পারে।
★ এক্সটারনাল মেমোরিঃ এখনকার দিনে ফোনগুলাতে অনেক বেশি র্যাম ও রম দেয়া থাকে। ফলে বাড়তি পয়সা খরচ করে মেমোরি কার্ড কেনার প্রয়োজন হয়না। তারপরেও আপনার ফোনের ইন্টারনাল মেমোরি স্পেস যদি অল্প হয়,যদি আপনি নিন্মমানের মেমোরি কার্ড ব্যাবহার করেন,তখন ফোনের এক্সটারনাল মোমোরির কারনে ফোন স্লো হয়।
★ মাইনিং এপ্লিকেশন চালানোঃ অনেক এপ্লিকেশন আছে যেগুলো সবসময় চলমান থাকে, সেসব এপ্লিকেশন ফোন রাখার চেস্টা করবেন না। মাইনিং এপ্লিকেশন ফোন স্লো করে দেয়।
★ বেকগ্রাউন্ড ডাটা এপ্সঃ অনেক এপ্স আছে যেগুলো ফোনের বেকগ্রাউন্ডে ডাটা ও চার্জ ক্ষয় করে থাকে। ব্যাবহার না করলেও চার্জ ক্ষয় করে। সেসকল এপ্লিকেশন আপনার ফোনের পারফরমেন্স স্লো করে দিবে।
★ নিন্ম নেটওয়ার্ক সিমঃ আপনার ফোন ফোরজি সাপোর্ট করে,তখন আপনি যদি টুজি সিম ব্যাবহার করেন তখন ইন্টারনেট ব্রাউজিং বা গেমিং এক্সপেরিয়েন্স সবকিছু স্লো করে দিবে।
★ ডাটা কানেকশনঃ অনেকের অভ্যাস আছে সবসময় ফোনের ডাটা বা ওয়াইফাইন কানেকশন অন রাখে। সবসময় ডাটা কানেকশন অন রাখলে ফোনের পারফরমেন্স স্লো হয়।
এছাড়া আপনার ফোনে ট্যাব ক্লিয়ার রাখতে হবে। কোন এপ্লিকেশন ব্যাবহার করার পরে সেই ট্যাব ক্লিয়ার করে নিবেন। অপ্রয়োজনীয় একটা এপ্স ও ফোনে রাখবেন না। ফোনে বেশি ছবি বা ফাইল জমে গেলে সেগুলো গুগল ড্রাইভে সংরক্ষন করে রাখুন। গুগল ড্রাইভে সংরক্ষন করলে তখন আপনার ফোনের স্পেস দখল করেনা,এমনকি ফোন স্লো হয়না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।