স্যামসাং ফোন যে স্পেসিফিকেশন দিয়ে বের করা হয়, অনেকের দৃষ্টিতে বেশি দাম রাখা হয়। আসলেই কি স্যামসাং ইচ্ছে করে বেশি দাম রাখে,নাকি এর পেছনে অন্য কোন কারন আছে? স্যামসাং মোবাইলের দাম বেশি রাখার কারন আমরা আজকে জানার চেস্টা করবো।
স্যামসাং স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন তুলনায় বেশি। যা আমাদের স্বীকার করতেই হবে। একটাসময় স্যামসাং ফোনের দাম আকাশছোঁয়া ছিল। যখন বাজারে ত্রিশ হাজার টাকার কমে স্মার্টফোন খুঁজে পাওয়া যেত না। তারপর এন্ড্রয়েট ফোনের বাজার প্রতিযোগী হতে শুরু করলো। তারপর ধীরেধীরে স্যামসাং তাদের ফোনের দাম কমানো শুরু করে দিলো।
![]() |
স্যামসাং ফোনের দাম বেশি কেন |
স্যামসাং তাদের ফোনে যে ডিসপ্লে ব্যাবহার করে সেটি সেরা ডিসপ্লে। বাজারে স্যামসাং ফোনের ডিসপ্লের সুনাম রয়েছে। অন্যদিকে স্যামসাং নিজেই প্রসেসর তৈরি করে। স্যামসাং এর এক্সিনোস প্রসেসর তাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়। স্যামসাং নিজেই প্রসেসর বানায়। এমনকি স্যামসাং তাদের ফোনে যে ক্যামেরা দেয়, সেই ক্যামেরাও তাদের নিজস্ব কারখানায় বানায়। তাই স্যামসাং ফোনের ক্যামেরা সেরা ক্যামেরা হয়। এতকিছুই যেহেতু স্যামসাং নিজে বানায় তাহলে তো তাদের ফোনের দাম অনেক কম হওয়ার কথা,তাই না? তারা ফোনের দাম অন্য ব্রান্ড থেকেও চাইলে কম রাখতে পারে কিন্তু রাখেনা,কারন!
স্যামসাং মোবাইলের ডিসপ্লে,প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ পাইকারি অন্য স্মার্টফোন ব্রেন্ডের কাছে বিক্রি করে। যা দিয়ে স্যামসাং কোটি কোটি ডলার আয় করে। স্মার্টফোনের যন্ত্রাংশ তৈরির জন্য স্যামসাং এর নিজস্ব কয়েকটি কারখানা রয়েছে। যে কারখানায় উৎপাদিত ৯০% যন্ত্রাংশ স্যামসাং অন্য সকল ব্রেন্ডের কাছে পাইকারি দামে বিক্রি করে, আর ১০% তাদের নিজস্ব ফোনের ক্ষেত্রে ব্যাবহার করে।
এখন স্যামসাং কি চাইবে, কম দামে ফোন বিক্রি করে, তাদের যন্ত্রাংশ বিক্রির ব্যাবসায় ভাটা পড়ুক!? অবশ্যই স্যামসাং সেটি কখনোই চাইবেনা। স্যামসাং চাইলেই যেকোন ব্রেন্ডের চেয়ে সর্বনিন্ম দামে ফোন আনতে পারে। তাদের প্রফিট ভালো হবে কিন্তু স্যামসাং সেটি করবেনা। স্যামসাং কখনোই চাইবেনা, কয়েকটা ফোন বিক্রির লোভে,তাদের প্রসেসর তৈরির ব্যাবসা,ডিসপ্লে তৈরির ব্যাবসায় ভাটা পড়ুক। তাই স্যামসাং ইচ্ছে করেই তুলনামূলক বেশি দামে ফোন লাঞ্চ করে থাকে। যদিও স্যামসাং ফোনের ডিসপ্লে কোয়ালিটি সেরা,ক্যামেরা কোয়ালিটি সেরা আর নিজেদের এক্সিনোস প্রসেসর পারফরমেন্স অন্য ব্রেন্ডের চেয়েও তুলনামূলক ভালো।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।