src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> QnA About Vivo Mobile Brand||ভিভো মোবাইল নিয়ে যত প্রশ্ন ও উত্তর

QnA About Vivo Mobile Brand||ভিভো মোবাইল নিয়ে যত প্রশ্ন ও উত্তর

এখনকার বাজারে মিড বাজেটে ভিভো দূর্দান্ত কিছু ফোন এনেছে। বেশি স্পেসিফিকেশনে  খুব অল্প সময়ে ভিভো স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা পেয়েছে। যারা ইতিমধ্যে ভিভোর ফোন কিনেছেন বা যারা ভিভোর ফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের আর্টিকেল গুরুত্বপূর্ণ।

ভিভো কোন দেশীয় স্মার্টফোন ব্রান্ড?
উত্তরঃ ভিভো চাইনীজ ব্রান্ড। ভারতের বাজারে জনপ্রিয়। ভারতে ভিভোর নিজস্ব কারখানা রয়েছে। তাই অনেকে ভিভো'কে ভারতীয় ব্রান্ড ভেবে থাকেন।

ভিভো মোবাইল নিয়ে যত প্রশ্ন ও উত্তর
ভিভো মোবাইল নিয়ে যত প্রশ্ন ও উত্তর

ভিভো কি অপ্পোর সাব ব্রান্ড?
উত্তরঃ হ্যাঁ। অপ্পোর আরেকটি ব্রান্ড ভিভো। বিবিকে ইলেক্ট্রনিক্স এদের মূল প্রতিষ্ঠান।

ভিভো ফোন বাংলাদেশে জনপ্রিয়তা পাবার কারন কি?
উত্তরঃ ভিভো যেহেতু অপ্পোর সাব ব্রান্ড তাই অপ্পোর সকল শোরুম ও মার্কেটিং কর্মী ভিভো ব্যাবহার করেছে। যারকারনে ভিভো অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠে।

ভিভো ফোনের ভালো দিক কি?
উত্তরঃ ভিভো অল্প বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন দিয়ে ফোন আনার চেস্টা করে,এটাই ভিভোর ভালো দিক।

ভিভো ফোনের ক্যামেরা কেমন?
উত্তরঃ যেহেতু ভিভো অপ্পোরই সাব ব্রেন্ড সেহেতু ভিভোর ক্যামেরা কোয়ালিটি তুলনামূলক ভালো থাকে।

ভিভো ফোনের প্রসেসর কেমন?
উত্তরঃ মিড বাজেটের ফোন হিসেবে ভিভোর ফোনের প্রসেসর কোয়ালিটি তুলনামূলক চলার মতো।

ভিভোর ফোনের ব্যাটারি বেকাপ কেমন?
উত্তরঃ অপ্পোর ব্যাটারি টেকনোলোজি হুবহু ভিভো ব্যাবহার করে থাকে। সেহেতু ভিভোর ব্যাটারি কোয়ালিটিও ভালো।

ভিভো ফোনের চার্জার কোয়ালিটি কেমন?
উত্তরঃ ভিভো ফোনের চার্জার কোয়ালিটি বেশ ভালো। কোন কোন ফোনে ফাস্ট চার্জার না দিলেও ভিভো যে চার্জার দেয়,সেটির কোয়ালিটি ভালো থাকে।

ভিভো ব্রেন্ডের ফোনের গেমিং পারফরমেন্স কেমন?
উত্তরঃ মিড বাজেট ফোন হিসেবে ভিভোর গেমিং পারফরমেন্স মোটামুটি। হ্যাবি গেমিং করার জন্য ততটা ভালোনা।

ভিভো ফোনের নেগেটিভ দিক কি?
উত্তরঃ ভিভো ফোনের বিল্ট কোয়ালিটি ও স্পেসিফিকেশন অনুযায়ী দাম ততটা ভালো হয়না। এটাই ভিভোর নেগেটিভ দিক।

যাদের ভিভো ফোন কেনা উচিৎ?
উত্তরঃ যারা অল্প বাজেটে বেশি স্পেসিফিকেশন ফোন খুঁজছেন তারা ভিভোর ফোন কিনতে পারেন।

যাদের ভিভো ফোন কেনা উচিৎ নয়?
উত্তরঃ যারা প্রিমিয়াম কোয়ালিটি বা শক্তপোক্ত দূর্দান্ত পারফরমেন্স ফোন খুঁজছেন, যারা ফোনের উপর অনেক প্রেশার দিয়ে ব্যাবহার করবেন ভেবে ফোন কিনবেন ভাবছেন,তারা ভিভোর ফোন এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post