আমার ও আপনার অনেকের ফোনে কেনার সময়ই এন্টিভাইরাস এপ্লিকেশন দেয়া থাকে। কয়েকবছর আগে একটা সময় ছিল যখন মানুষ বলতো ফোনের ভাইরাস ঢুকে ফোন স্লো করে দেয়। যারকারনে অনেকে ফোনে এন্টিভাইরাস এপ্লিকেশন ব্যাবহার করতো। ফোনের এন্টিভাইরাস আসলে কি সত্যিই দূর করে নাকি মনের ভয়! আমাদের মতে,এখনকার এন্ড্রয়েট ডিভাইসে এন্টিভাইরাস বলে কোন শব্দ নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে গুগল প্লেস্টোরে এত এত এন্টিভাইরাস এপ্লিকেশন যারা ডাউনলোড করে,তারা কি বোকা? যাই হোক, আপনাদের সকল উত্তর আজ প্রশ্নোত্তরের মাধ্যমে দেয়ার চেস্টা করবো।
![]() |
ফোনের এন্টিভাইরাস নিয়ে যত প্রশ্নোত্তর |
★ মোবাইলের এন্টিভাইরাস কি?
উত্তরঃ ভাইরাস মানেই ক্ষতিকর ফাইল। যা আমাদের স্মার্টফোনের প্রসেসর দূর্বল করে দেয় বা ব্যাটারি অধিক ক্ষয় করে। ফোনের ক্ষতিকর ফাইলকে ভাইরাস বলে। এই ক্ষতিকর ফাইলকে রক্ষার জন্য যে এপ্স বা এপ্লিকেশন ব্যাবহার করা হয়,তাকে এন্টিভাইরাস বলে।
★ ফোনে কি এন্টিভাইরাস আছে কিনা,সেটি কিভাবে বুঝবো?
উত্তরঃ অনেকে ফোন স্লো হয়ে গেলেই মনে করে যে,ফোনে মনে হয় ভাইরাস ঢুকেছে। আসলে আধুনিক স্মার্টফোনে ভাইরাস বলে কিছু নেই। আপনার ফোনের ডিলিট করা ছবি বা ভিডিও থেকে যে ক্যাচ ফাইল জমা হয়,সেগুলা জমে থেকে ফোনের র্যামের স্পেস বা জায়গা দখল করে নেয়। এই স্পেস বা জায়গা দখল করে নেয়া ক্যাচ ফাইলগুলোকেই আমরা ভাইরাস ভেবে থাকি,আসলে এগুলা ভাইরাস না। ফোন রিস্টার্ট দিলে এগুলা এমনিতেই ডিলিট হয়ে যায়।
★ তাহলে এন্টিভাইরাস এপ্লিকেশন কি কাজে লাগে?
উত্তরঃ ফোনের মধ্যে জমে থাকা অপ্রয়োজনীয় বা ডুপ্লিকেট ফাইল নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিলিট করে দিয়ে ফোনকে ফাস্ট রাখাই এন্টিভাইরাস এপ্লিকেশনের কাজ। আমাদের ফোনে থাকা এন্টিভাইরাস এপ্লিকেশন মূলত এই কাজটিই করে থাকে।
★ ফোনে এন্টিভাইরাস এপ্লিকেশন থাকার সুবিধা কি?
উত্তরঃ ফোনে এন্টিভাইরাস এপ্লিকেশন থাকলে ফোনে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট রেখে,ফোনের র্যাম/রম/এসডি কার্ডের স্পেস খালি রাখে। ফলে আপনার হাতের মূল্যবান স্মার্টফোন তুলনামূলক ফাস্ট কাজ করে।
★ ফোনের এন্টিভাইরাস এপ্লিকেশন থাকার অসুবিধা কি?
উত্তরঃ এন্টিভাইরাস এপ্লিকেশন থাকলে ফোনের র্যাম স্পেস দখল করে। দ্বিতীয়ত ফোনের ব্যাটারি বেশি ক্ষয় হয়। তৃতীয়ত, কোনকোন এন্টিভাইরাস এপ্স আপনার ফোনের ডাটা কানেক্ট করার পর বিজ্ঞাপন দেখায়,যা আপনার ডাটা ক্ষয় করে,কোনকোন ক্ষেত্রে ফোন স্লো করে দেয়।
★ তাহলে কি ফোনে এন্টিভাইরাস এপ্লিকেশন রাখবোনা?
উত্তরঃ আপনার ফোনের স্পেস যদি কম থাকে বা ফোন স্লো হয়ে যায়,তাহলে প্লেস্টোর থেকে ভালো রেটিং দেখে একটি এন্টিভাইরাস এপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন।
★ এন্টিভাইরাস এপ্লিকেশন ডাউনলোড দেয়ার সময় কি কি দেখা উচিৎ?
উত্তরঃ এন্টিভাইরাস এপ্লিকেশন ডাউনলোড দেয়ার সময় সেই এপ্সের রেটিং দেখবেন। রেটিং যদি ৪.৫ বা তার বেশি হয় তাহলে সেটি অবশ্যই ভালো এপ্স। রেটিং দেখার পাশাপাশি কমেন্ট ও রিভিউ দেখে নিবেন। এপ্স ডাউনলোড করার সময়ই প্লেস্টোরে এগুলা দেখতে পাবেন।
★ কেমন সাইজের এন্টিভাইরাস এপ্লিকেশন ডাউনলোড দেয়া উচিৎ?
উত্তরঃ আপনার ফোনের র্যামের স্পেস অনুযায়ী বিবেচনা করে এন্টিভাইরাস এপ্লিকেশন ডাউনলোড দিবেন। তবে ৩০ এম্বির কম এন্টিভাইরাস এপ্স ডাউনলোড দেয়াই উত্তম।
★ প্রিমিয়াম এন্টিভাইরাস কি?
উত্তরঃ কিছুকিছু এন্টিভাইরাস এপ্লিকেশন আছে যেগুলা টাকা দিয়ে কিনা ব্যাবহার করতে হয়। এখনকার দিনে ফোনের ক্ষেত্রে আসলে এইসব এপ্লিকেশন প্রয়োজন নেই। প্রিমিয়াম এন্টিভাইরাস এপ্সে বিজ্ঞাপন দেখায়না।
★ ফ্রি এন্টিভাইরাস কোনগুলো?
উত্তরঃ গুগল প্লেস্টোরে বেশিরভাগ এন্টিভাইরাস মূলত ফ্রি। প্রিমিয়াম যেগুলো আছে,সেগুলো আসলে বিজ্ঞাপন দেখাবেনা এমন ধরনের।
★ কাদের জন্য এন্টিভাইরাস এপ্লিকেশন ব্যাবহার করা উচিৎ?
উত্তরঃ যাদের ফোনের র্যাম&রম স্পেস বেশি ও যারা ফোনে অনেক সময় বিভিন্ন সাইটে ব্রাউজিং করে থাকেন, ফোনের প্রাইভেসি বেশি প্রয়োজন তারা এন্টিভাইরাস এপ্লিকেশন ব্যাবহার করতে পারেন।
★ যাদের এন্টিভাইরাস এপ্স ব্যাবহার করা উচিৎ নয়?
উত্তরঃ যাদের ফোনের র্যাম বা রম স্পেস কম তারা এন্টিভাইরাস এপ্লিকেশন ব্যাবহার না করলেও পারেন। এছাড়া ফোনে এন্টিভাইরাস এপ্স ব্যাবহার করে তেমন কোন বড় ফায়দা নেই।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।