বাজারে এসেছে শাওমির নতুন ফোন Xiaomi Redmi 9T যা আপনি পাবেন মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায়। যা কিনা আছে ৪/৬৪ ভ্যারিয়েন্টে। আজকের আর্টিকেলে Redmi 9T ফোনের ভালো মন্দ উভয় দিক নিয়ে আলোচনা করা হবে। কেন আপনি পকো এম টু প্রো ফোনটি কিনবেন আর কেন কিনবেন না, আজকের আর্টিকেল পড়ে বুঝতে পারবেন। যারা ইতিমধ্যে Redmi 9T কিনেছেন বা যারা কিনবেন ভাবছেন উভয়েই আর্টিকেলটি পড়তে পারেন।
![]() |
Redmi 9T Price |
Redmi 9T ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটিতে আছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ Redmi 9T তে থাকছে এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকবে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর।
★ ফোনটিতে আছে ওয়াটারড্রপ নচ ক্যামেরা।
★ ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন ইন বক্স।
★ ক্যামেরা সেটাপ দূর্দান্ত ভালো দেয়া হয়েছে।
Redmi 9T ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ ফোনের র্যাম ও রম ম্যানেজমেন্ট সন্তুষ্টজনক নয়। আরেকটু বেশি দিলে পারতো।
★স্পেসিফিকেশন তুলনায় দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ সেল্ফি ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ অনেকের মতে ফোনটি মাল্টি টাস্কিং করার ক্ষেত্রে লেগ করে।
Redmi 9T ফোনটি যাদের কেনা উচিতঃ যারা মিড বাজেটে দূর্দান্ত কোন ফোন কেনার কথা ভাবছেন কিন্তু বাজেট মেলাতে পারছেন না,তারা Redmi 9T ফোনটি কিনতে পারেন। এই একই স্পেসিফিকেশনে আপনি শাওমির পকো এম থ্রি ফোনটি দেখতে পারেন। সেটির ডিজাইনিং কিছুটা ভিন্ন।
Redmi 9T ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যাদের অনেক বেশি র্যাম ও রম প্রয়োজন তারা এই ফোনটি এড়িয়ে যেতে পারেন। তাছাড়া ফোনটি বাজেট হিসেবে গেমিং ও ক্যামেরা সবদিকেই ভালো। এককথায় সেরা একটি ফোন। তবে আপনি চাইলে, এই একই স্পেসিফিকেশন পকো এম থ্রি দেখতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।