মোবাইলের বাজারে কাছাকাছি বাজেটে টেকনো ও পকোর একটি স্মার্টফোন আছে। টেকনোর আছে Tecno Camon 16 অন্যদিকে শাওমির Poco M3 ফোন। টেকনো কেমন ১৬ ফোনের বর্তমান দাম ১৪ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে শাওমির পকো এম থ্রি ১৪ হাজার ৯৯০ টাকা। আজ এই দুটি ফোনের পার্থক্য তুলে ধরবো। যারা ১৫ হাজার টাকা বাজেটে ফোন কিনবেন ভাবছেন, তারা অবশ্যই আজকের আর্টিকেল পড়তে পারেন
![]() |
টেকনো কেমন ১৬ বনান পকো এম ৩ |
★ টেকনো কেমন ১৬ ও পকো এম ৩ দুটো ফোনের দামই প্রায় এক।
★ টেকনো কেমন ১৬ ফোনটি ৬/১২৮ ভ্যারিয়েন্ট অন্যদিকে পকো এম থ্রি ৪/৬৪ ভ্যারিয়েন্ট। এখানে র্যাম রমের দিকে টেকনো এগিয়ে আছে।
★ টেকনোতে আছে এচডি প্লাস ডিসপ্লে, পকো এম থ্রি'তে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এখানে পকো এগিয়ে থাকবে।
★ পকোতে গোরিলা গ্লাস থ্রি প্রোটেকশন থাকছে,টেকনোতে কোন গ্লাস প্রোটেকশন থাকছেনা। এখানে পকো এগিয়ে থাকবে।
★ পকো এম থ্রি'তে ইউএসবি টাইপ সি সাপোর্ট করবে। টেকনোতে ইউএসবি টাইপ বি। এখানে পকো এগিয়ে থাকবে।
★ টেকনো কেমন ১৬ ফোনে মিডিয়াটেক জি৭০ প্রসেসর দেয়া থাকবে। পকো এম ৩ ফোনে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর। এখানে পকো এগিয়ে আছে।
★ টেকনোর ফোনে ডিসপ্লে সাইজ তুলনামূলক বড়। যাদের বড় ডিসপ্লে পছন্দ তারা টেকনো নিতে পারেন।
★ টেকনো কেমন ১৬ ফোনে ৫০০০ এমএইচের ব্যাটারি। পকো এম থ্রি'তে ৬০০০ এমএইচের ব্যাটারি থাকবে।
★ পকো এম থ্রি'তে ফোনের বক্সে ২২.৫ ওয়াটের চার্জার দেয়া,যদিও ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট ফোন। অন্যদিকে টেকনো কেমন ১৬ ফোনে বক্সে ১০ ওয়াটের চার্জার দেয়া,যদিও ফোন ১৮ ওয়াটের চার্জার দেয়া। এখানেও পকো এম থ্রি এগিয়ে আছে।
★ পকো এম থ্রি ফোনের পেছনে রাবারের ফিনিশ দেয়া হয়েছে ফলে,হাতের আঙ্গুলের ছাপ সহজে পড়েনা। টেকনো কেমন ১৬ তে গ্লাসের ফিনিশ দেয়া হয়েছে ফলে হাতের আঙ্গুলের ছাপ পড়তে পারে।
★ টেকনোর তুলনায়, পকো এম থ্রি অনেক দ্রুত চার্জ হবে। যেহেতু পকোতে ফাস্ট চার্জার আছে।
★ পকো এম থ্রিতে নেটওয়ার্ক স্পিড ভালো পাবেন,যেহেতু পকো এম থ্রি ফোনে স্নাপড্রাগন প্রসেসর দেয়া আছে।
সুতরাং র্যাম রমের সমীকরণ ব্যাতির পকো এম থ্রি সব দিকেই এগিয়ে থাকছে। আমরা আপনাদের পার্থক্য তুলে ধরলাম এখন সিদ্ধান্ত আপনার হাতে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।