সাম্প্রতি স্যামসাং দশ হাজার টাকার কম বাজেটে ফোন আনতে যাচ্ছে। যা Samsung M02 নামে ইতিমধ্যে ভারতের বাজারে এনেছে। ভারতীয় দাম হিসেবে এটি ৬ হাজার ৯৯০ রুপি। যা বাংলাদেশি টাকায় ও বাংলাদেশের বাজারে আসলে দশ হাজারের কমেই থাকবে।
![]() |
Samsung M02 Price Review |
Samsung M02 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটির পেছনের ডিজাইনিং নতুনত্ব আনা হয়েছে।
★ ফোনটি অনায়াসে বেক কাভার ছাড়া ব্যাবহার করা যাবে।
★ সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ ফোনটি ওজনে অনেক কম।
★ ফোনের পেছনে ১৩+২ ম্যাগাপিক্সেল আর সামনে ৫ ম্যাগাপিক্সেল ক্যামেরা।
Samsung M02 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন বিবেচনায় দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
★ এই বাজেটে দেশি অন্য ব্রেন্ডের অনেক বেশি স্পেসিফিকেশনে ফোন পাওয়া যেতে পারে।
Samsung M02 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা স্যামসাং লাভার আছেন, যাদের বাজেট দশ হাজার টাকার কম তারা এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া যা স্যামসাং ক্যামেরার ভক্ত তারাও এই Samsung M02 ফোনটি কিনতে পারেন।
Samsung M02 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা গেমিং করার চিন্তায় ফোন কিনবেন ভাবছেন তাদের জন্য এই ফোন নয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।