বর্তমান স্মার্টফোন বাজারে রিয়েলমি জনপ্রিয় একটি মোবাইল ব্রান্ড। তারই ধারাবাহিকতায় আজ আমরা Realme C17 ফোনটি নিয়ে রিভিউ করবো। আমাদের বাংলাদেশে Realme C17 এই ফোনের দাম রাখা হচ্ছে ১৫হাজার ৪৯০ টাকা। যা ৬/১২৮ ভ্যারিয়েন্টে আপনি পাবেন। এই ফোনের মূল আকর্ষন কি কি থাকছে,কি কারনে আপনার Realme C17 ফোনটি কেনা উচিৎ আর কি কারনে কেনা উচিৎ না। সবকিছুই আপনি আমাদের আজকের আর্টিকেলে জানতে পারবেন। Realme C17 ফোনটি কেনার আগে অবশ্যই একবার পুরো আর্টিকেল পড়ে নিবেন।
![]() |
Realme C17 Price |
Realme C17 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ প্রসেসর এই ফোনের মূল আকর্ষন। স্নাপড্রাগন ৪৬০ প্রসেসর হলো রিয়েলমি সি১৭ ফোনের আকর্ষন।
★ এই ফোনে ৯০ হার্যের রিফ্রেশরেট থাকছে।
★ ফোনের ইন বক্স আপনি ১৮ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন।
★ ওজনে অনেক কম।
★ রিয়েলমি সি ১৭ ফোনে আপনি পাচ্ছেন পাঞ্চ হোল ক্যামেরা।
Realme C17 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। এই বাজেটে ক্যামেরা সেটাপ সন্তুষ্টজনক নয়।
★ ফোনের ক্যামেরা ডিজাইনিং সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
Realme C17 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা মিড বাজেটে স্নাপড্রাগন প্রসেসর আছে এমন কোন ফোন কেনার কথা ভেবেছিলেন তাদের জন্য রিয়েলমি সি১৭ পার্ফেক্ট চয়েজ হতে পারে। তাছাড়া এই ফোনের সাথে আপনি ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধাটি পাচ্ছেন। যা খুবই ভালো দিক। এছাড়া যারা এই বাজেটে ৯০ হার্যের রিফ্রেশরেট যুক্ত ফোন কিনবেন ভাবছেন তারা এটি নিতে পারেন।
Realme C17 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা মিড বাজেটে দূর্দান্ত ডিজাইনিং করা কোন ফোন কিনবেন ভাবছেন যা প্রিমিয়াম ডিজাইনিং করা তারা এটি এড়িয়ে যেতে পারেন। এছাড়া যারা দূর্দান্ত ক্যামেরা সেটা বেশি মেগাপিক্সেল ক্যামেরা ফোন কিনবেন ভাবছেন তারা এই বাজেটে অন্য ব্রান্ড দেখতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।