src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Realme 7i Price and User Review||রিয়েলমি সেভেন আই দাম ও ব্যাবহার রিভিউ

Realme 7i Price and User Review||রিয়েলমি সেভেন আই দাম ও ব্যাবহার রিভিউ

বর্তমান স্মার্টফোন বাজারে রিয়েলমি জনপ্রিয় একটি মোবাইল ব্রান্ড। তারই ধারাবাহিকতায় আজ আমরা Realme 7i ফোনটি নিয়ে রিভিউ করবো। আমাদের বাংলাদেশে Realme 7i এই ফোনের দাম রাখা হচ্ছে ১৮ হাজার ৯৯০ টাকা। যা ৮/১২৮ এবং ৬/১২৮ জিবি দুটি ভ্যারিয়েন্টে পাচ্ছেন। এই ফোনের মূল আকর্ষন কি কি থাকছে,কি কারনে আপনার Realme 7i ফোনটি কেনা উচিৎ আর কি কারনে কেনা উচিৎ না। সবকিছুই আপনি আমাদের আজকের আর্টিকেলে জানতে পারবেন। Realme 7i ফোনটি কেনার আগে অবশ্যই একবার পুরো আর্টিকেল পড়ে নিবেন।

realme 7i prize
Realme 7i price

Realme 7i ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনে ৬৪ এগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরা সেটাপে থাকছে ৬৪+৮+২+২ মেগাপিক্সেল।
★ ১৮ ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনের মূল আকর্ষন।
★ সেলফি ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
★ আপনি এই ফোনে ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা পাবেন।
Realme 7i থাকছে স্নাপড্রাগন ৬৬২ জি আপগ্রেডেশন প্রসেসর। যার পারফরমেন্স দূর্দান্ত ভালো।

Realme 7i ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ রিয়েলিমি সেভেন আই এই ফোনটি দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ব্যাটারি আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
★ রিয়েলমি তাদের এই বাজেটের ফোনগুলাতে ডিজাইনিং আরেকটু উন্নতি করা উচিৎ।

Realme 7i ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ক্যামেরার জন্য ভালোমানের রিয়েলমি ফোন কিনতে চাচ্ছিলেন,তাদের জন্য Realme 7i পার্ফেক্ট চয়েজ। এই ফোনটির ক্যামেরা এককথায় দূর্দান্ত পাবেন। সাথে যে চার্জার ও ব্যাটারি আছে সেটিও যথেষ্ট ভালোমানের পাবেন। একবার চার্জ দিলে অনায়াসে দুইদিন চলে যাবে। তাছাড়া যারা অনেক ফাস্ট ফোন চার্জ দিতে চান,তাদের জন্য এটি পার্ফেক্ট চয়েজ হতে পারে। কারন এখানে আছে ১৮ ওয়াটের দূর্দান্ত ফাস্ট চার্জিং সুবিধা।

Realme 7i ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা ব্যাতিক্রমী ডিজাইনিং ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোন নয়। রিয়েলমি এত দামী ফোনেও গতানুগতিক ডিজাইনে ফোন এনেছে। তাছাড়া যাদের আরো বেশি ব্যাটারি বেকাপ দরকার, দেখতে খুবই স্টাইলিশ ফোন দরকার,তারা এটি এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।

এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post