বাজারে মিড বাজেটের সেরা ফোন পকো এম থ্রি স্মার্টফোন। কালো,নীল,হলুদ এই তিনটি কালারে আপনি Poco M3 ফোনটি পাচ্ছেন। হলুদ কালারটি অনকমন। বাজারে হলুদ কালারের ফোন প্রায় পাওয়া যায়না বললেই চলে। পকো এম থ্রি ফোনটি দুটি ভ্যারিয়েন্টে আপনি পাবেন। একটি ৪/৬৪ ভ্যারিয়েন্ট আরেকটি ৪/১২৮ ভ্যারিয়েন্ট। ৪/৬৪ ভ্যারিয়েন্টের দাম নিবে ১৪ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ৪/১২৮ ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৫৯৯ টাকা। আপনি মিড বাজেটে কেন পকো এম থ্রি ফোনটি কিনবেন, সেটিই আমাদের আজকের আর্টিকেলের আলোচিত বিষয়।
![]() |
Poco M3 কেন কিনবেন |
বাজারে এই বাজেটে আপনি বেশি স্পেসিফিকেশন দিয়ে,মানে ৬/১২৮ ভ্যারিয়েন্টের কিছু ফোন পাবেন। যেগুলো দেশের বাজারে আসা নতুন ব্রান্ড। যেগুলা প্রায় কাছাকাছি বা সামান্য কিছুটা কম বাজেটে আপনি কিনতে পারবেন। নন ব্রান্ড শপে ফোন কিনতে গেলে দোকানদার আপনাকে পকো ছাড়া সেসব ফোন কেনার জন্য সাজেশন দিবে। আপনি যদি দোকানদারের পরামর্শে সেসব ফোন কিনেন, তাহলে আপনি ঠকবেন।
পকো এম থ্রি ফোনে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর দেয়া আছে। স্নাপড্রাগনের প্রসেসর মিডিয়াটেকের তুলনায় অনেক আপগ্রেড। স্নাপড্রাগনের প্রসেসর গরম কম হয়। স্মাপড্রাগনের প্রসেসরযুক্ত ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট স্পীড নিয়ে চিন্তা করতে হয়না।
এই বাজেটে পকো এম থ্রি আপনাকে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ডিসপ্লে দিচ্ছে। যা আপনাকে এই বাজেটে আর অন্য কোন ব্রান্ড দিবেনা। অন্যদিকে বেশি স্পেসিফিকেশন দিলেও ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুবিধা পকো এম থ্রি দিচ্ছে।
এই বাজেটে পকো এম থ্রি ফোনে আপনি ২২.৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন। যা পকো এম থ্রি ব্যাতিত অন্য কোন ব্রান্ড আপনাকে এখন পর্যন্ত দিবেনা। একই বাজেটে অন্য ব্রান্ড আপনাকে র্যাম রম বেশি দিলেও ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জার কেউই দিবেনা।
পকো এম থ্রি ফোনে আপনি গোরিলা গ্লাস থ্রি প্রোটেকশন পাচ্ছেন। যা এই বাজেটে পকো ছাড়া কেউই আপনাকে দিবেনা।
পকো এম থ্রি ফোনের ডিসপ্লে সাইজ একদম পার্ফেক্ট। যা আপনি হাতে নিয়ে খুব সাচ্ছন্দে ব্যাবহার করতে পারবেন। কম বাজেটে বড় সাইজের ফোন কিনে,ততটা সাচ্ছন্দে ব্যাবহার করতে পারবেন না।
পকো এম থ্রি ফোনে ডিসপ্লে সাইজ পার্ফেক্ট অন্যদিকে এতে রয়েছে ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারি। ব্যাটারি বেকাপ নিয়ে আপনাকে এখন ভাবতেই হবেনা।
পকো এম থ্রিতে আছে স্টোরিও স্পিকার। যা দিয়ে আপনি হ্যাডফোন ছাড়া দূর্দান্ত সাউন্ডে মিউজিক উপভোগ করতে পারবেন।
পকো এম থ্রি ফোনের পেছনের দিকে রাবারের ফিনিশ দেয়া হয়েছে। যা অনেকটাই আনকমন বলতে পারেন। রাবারের ফিনিশ দেয়ার ফলে ফোনে সহজে দাগ পড়বেনা।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।