বাংলাদেশের বাজারে পকোর জনপ্রিয় স্মার্টফোন ছিল Poco C3 ফোন। এই ফোনের দাম রাখা হয়েছে ১১হাজার ৪৯৯ টাকা। যা আপনি পাবেন ৩/৩২ ভ্যারিয়েন্টে। এই বাজেটে শাওমির Poco C3 আপনাকে যা দিচ্ছে তা অনেক ব্রান্ড আপনাকে দিবেনা। আজকের আর্টিকেলে Poco C3 ফোনের ভালোমন্দ উভয় দিক নিয়ে আলোচনা করা হবে।
![]() |
Poco C3 Price |
Poco C3 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ হিলিও জি৩৫ প্রসেসর এই ফোনের মূল আকর্ষন।
★ ফোনটি ওজনে অনেক কম।
★ পাঞ্চ হোল ক্যামেরা সেটাপ।
★ প্রাইমারী ক্যামেরা হিসেবে পকো সি থ্রি'তে আপনি ১৩ ম্যাগাপিক্সেল ক্যামেরা পাবেন।
★ এই স্বল্প বাজেটে পকো সি থ্রি ফোনটির ডিজাইনিং অসাধারণ।
Poco C3 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ফোনটির ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
Poco C3 ফোনটি যাদের কেনা উচিতঃ যাদের মিড বাজেট থেকে কিছুটা সল্প বাজেটে শাওমির কোন ফোন কিনবেন ভেবেছিলেন তাদের জন্য পকো সি থ্রি পার্ফেক্ট চয়েজ হতে পারে।
Poco C3 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা গেমিং করার জন্য ফোন কেনার কথা ভেবে রেখেছেন,তারা এটি এড়িয়ে যেতে পারেন। গেমিং করার জন্য Poco C3 মোটেও ভালো ফোন নয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।