src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Itel Vision 2 Price Decrease Review

Itel Vision 2 Price Decrease Review

বাজারে কিছুদিন আগে আসা আইটেল ভিশন ২ ফোনটির দাম কিছুটা কমেছে। Itel Vision 2 ফোনের বর্তমান দাম রাখা হচ্ছে মাত্র ৮ হাজার ৮৯০ টাকা। আজকের আর্টিকেলে এই ফোনের ভালো ও মন্দ উভয় দিক নিয়েই আলোচনা করা হবে। কেন আপনার এই ফোনটি কেনা উচিৎ হবে আর কেন উচিৎ হবেনা সেটি আজ জানতে পারবেন।

Itel Vision 2 Price
Itel Vision 2

Itel Vision 2 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনটির সাথে থাকছে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ সাইজ অনুপাতে ফোনটি ওজনে অনেক কম। তাছাড়া ফোনটি অনেক স্লিম।
★ আপনি ফোনটিতে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস বিশাল ডিসপ্লে পাচ্ছেন।
★ফোনটির প্রাইমারী ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

Itel Vision 2 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
★ ক্যামেরা ডিজাইনিং করার ক্ষেত্রে নতুনত্ব আনা উচিৎ ছিল।

Itel Vision 2 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ৮-৯ হাজার টাকার বাজেটে ডট নচ, বড় ডিসপ্লে ফোন খুজছিলেন তাদের জন্য Itel Vision 2 সেরা চয়েজ হতে পারে। তাছাড়া ফোনটিতে যে ক্যামেরা দেয়া হয়েছে সেটা বাজেট বিবেচনায় সেরা ক্যামেরা বলা যেতে পারে। এছাড়া ৪০০০ এমএইচের ব্যাটারি রেগুলার ব্যাবহারে অনায়াসে দুইদিন চালাতে পারবেন।

Itel Vision 2 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ আপনি যদি গেমিং করার জন্য এই Itel Vision 2 ফোনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে বলবো এড়িয়ে যেতে পারেন। এই ফোনের প্রসেসর গেমিং করার জন্য উপযুক্ত নয়। তাছাড়া এই ফোনে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ৪০০০ এমএইচের ব্যাটারি। যা কিনা আপনি যদি গেমিং করেন তাহলে একদিনের বেশি যাবেনা। তবে যদি ছোটখাটো গেমিং করেন তাহলে ঠিকঠাক আছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।


এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post