src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> কমদামে ভালো স্মার্টফোন আনছে হালিমা মোবাইল

কমদামে ভালো স্মার্টফোন আনছে হালিমা মোবাইল

বাজারে কমদামে স্মার্টফোন আনতে যাচ্ছে হালিমা টেলিকম। আমরা অনেকেই হালিমা টেলিকমের নাম আগে থেকেই শুনেছি। যারা ফোনের জন্য ব্যাটারি বা চার্জার কিনেছি তারা হয়তোবা হালিমা টেলিকম চিনি। হালিমা একটি ফোনের ব্যাটারি ও চার্জার উৎপাদনকারী ব্রান্ড। সাম্প্রতি তারা বাজারে মোবাইল ফোন আনতে যাচ্ছে। কেমন হবে,হালিমা ব্রেন্ডের মোবাইল? আজ আমরা সেই নিয়ে আলোচনা করবো।

Halima Mobile
 হালিমা মোবাইল

মোবাইল ফোনের চার্জার ও ব্যাটারি সেই ২০০৬ সাল থেকে হালিমা ব্রেন্ড বাজার দখলে রেখেছে। একসময় দেশীয় বাজারে ব্যাটারি ও চার্জারে হালিমা সেরা ছিল। তাদের উৎপাদিত ব্যাটারি ও চার্জারের মান অন্য ব্রেন্ডের তুলনায় ভালো ছিল। বিশেষত চীন থেকে অর্ডারের ভিত্তিতে কাঁচামাল এনে নিজস্ব কারখানায় নিজস্ব লগো লাগিয়ে সেগুলো বাজারজাতকরণ করতো। কোনকোন ক্ষেত্রে চীন থেকেই তারা প্যাকিং করে লগো লাগিয়ে দেশের বাজারে নিয়ে আসতো। তারই ধারাবাহিকতায় সাম্প্রতি হালিমা ব্রান্ড বাজারে তাদের বাটন ফোন বা ফিচার ফোন লাঞ্চ করেছে। যেগুলো ফিচার ফোন হলেও স্পেসিফিকেশন দূর্দান্ত।

হালিমা ব্রেন্ডের ফিচার ফোনের মডের হলো H1 মোবাইল। যেটাতে আছে ডিজিটাল ক্যামেরা, ওয়্যারলেস এফএম,এমপিথ্রি,ফেইসবুক সহ আরো অনেক সুবিধা। মজার ব্যাপার হলো হালিমার এই ফোনে আপনি পাবেন ৩২ জিবি মেমোরি কার্ডের সাপোর্ট সুবিধা। ফোনের ব্যাটারি হিসেবে পাচ্ছেন ১৫০০ এমএইচের বিশাল ব্যাটারি। ফিচার ফোনে ১৫০০ এমএইচের ব্যাটারি মানে বিশাল কিছু। যারা ফিচার ফোন কেনার কথা চিন্তা করছিলেন, তারা বাজেট কিছুটা বাড়িয়ে হালিমা ব্রেন্ডের এই ফোনটি কিনতে পারেন। আপনার নিকটস্থ দোকানে খুব শীঘ্রই পেয়ে যাবেন।

যেহেতু হালিমা ফোনের ব্যাটারি ও চার্জারের মান ভালো তাই আশা করা যাচ্ছে তাদের বাজারে আনা ফোনগুলোর মান ও অনেক ভালো হবে। ভয় পাবার কারন নেই, হালিমার এই ফোনগুলাতে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post