src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> পকো ব্রেন্ডের ফোন কেন কিনবেন?

পকো ব্রেন্ডের ফোন কেন কিনবেন?

বাজারে শাওমির সাব ব্রান্ড হিসেবে পকো ফোনের ব্রান্ড ব্যাপক জনপ্রিয়। শুরুরদিকে পকো ব্রান্ড প্রিমিয়াম বাজেটের দূর্দান্ত কিছু ফোন লাঞ্চ করেছিল। সাম্প্রতিক বাজারে পকো মিড বাজেটে দূর্দান্ত ডিজাইনিং দিয়ে কিছু স্মার্টফোন এনেছে। যেহেতু শাওমি বা রেডমি বাজারে প্রচুর সুনাম রয়েছে,তারই সাব ব্রান্ড হিসেবে পকো খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে।

পকো ব্রেন্ডের ফোন কেন কিনবেন
পকো ব্রেন্ডের ফোন কেন কিনবেন

কেন কিনবেন পকো ফোন? এটাই ছিল আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয়। বাজারে মিড বাজেটে দূর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে পকো ব্রান্ড তাদের কিছু ফোন এনেছে। যা বাজারে নতুন আসা কিছু ব্রেন্ডের তুলনায় ভালো। আগে একটা সময় ছিল,যখন আমরা বেশি র‍্যাম ও রম দেখে ফোন কিনতান। এখন আমরা র‍্যাম ও রম দেখে ফোন কিনিনা। বর্তমানে চলার জন্য ৩/৩২ বা ৪/৬৪ ভ্যারিয়েন্ট যথেষ্ট।  দোকানদার আপনাকে ৬/১২৮ ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ফোন দিয়ে বুঝানোর চেস্টা করবে,মিডিয়াটেক সেরা। আপনি যদি একটি ফোনে ৮/২৫৬ র‍্যাম রমে ফোনে নেটওয়ার্ক স্পিড ঠিকভাবে না পান, তাহলে আপনার ফোন কেনার টাকা জলে যাবে। বাজারে আসা নতুন কিছু ফোন কম বাজেটে দূর্দান্ত স্পেসিফিকেশন অফার করে কিন্তু সেসব ফোনের নেটওয়ার্ক স্পিড খুবই হতাশাজনক। তাই ফোন কিনলে ভালো ব্রেন্ড দেখে কিনবেন। কম টাকায় বড় ডিসপ্লে, বেশি স্পেসিফিকেশন, বেশি র‍্যাম/রম দেখে ফোন কিনলে আপনি ঠকবেন।

সেক্ষেত্রে পকো যেহেতু শাওমির সাব ব্রান্ড সেহেতু আপনি নিশ্চিন্তে পকোর ফোনগুলো কিনতে পারেন। পকোর ফোনের র‍্যাম রম যা আছে তা তুলনামূলক অনেক ভালো। তাছাড়া ফোনের কল কোয়ালিটি ও ইন্টারনেট স্পিড পকোর ফোনে ভালো পাবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post