src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> শাওমি বা রেডমি ফোন নিয়ে যত প্রশ্নোত্তর

শাওমি বা রেডমি ফোন নিয়ে যত প্রশ্নোত্তর

বর্তমান স্মার্টফোন বাজারে শাওমি খুবই জনপ্রিয় মোবাইল ব্রান্ড। শাওমি,রেডমি বা পকো নাম ভিন্ন ব্রান্ড একটিই। যারা এই শাওমির ব্যাবহারকারী আছেন বা যারা ইতিমধ্যে ব্যাবহার করছেন বা করবেন ভাবছেন তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল। কিভাবে রেডমি ব্রান্ড বাজারে আসে,তাদের ব্রান্ডের ভালো ও মন্দ সকল দিক প্রশ্নোত্তরের মাধ্যমে আজ দেয়া হবে।

শাওমি বা রেডমি
শাওমি বা রেডমি


রেডমি কি ইন্ডিয়ান ব্রান্ড?
উত্তরঃ অনেকেই ভেবে থাকে শাওমি ভারতীয় ব্রান্ড। আসলে ভারতে তাদের অনেক বড় কারখানা রয়েছে। তাদের উৎপাদনকৃত ফোনের বেশিরভাগ ভারতে উৎপাদিত হয়। ভারতে শাওমির নিজস্ব ফেক্টরি আছে।

রেডমি বাংলাদেশের বাজারে কবে আসে?
উত্তরঃ রেডমি ২০১৯ সালে প্রথম আমাদের বাংলাদেশের বাজারে অফিশিয়ালি ফোন আনে। এখন পর্যন্ত তারা বাংলাদেশে কারখানা স্থাপন করতে পারেনি।

রেডমি মোবাইলে দ্রুত জনপ্রিয়তার কারন কি?
উত্তরঃ রেডমি মূলত স্যামসাং ও ওপ্পোকে টার্গেট করে ব্যাবসা শুরু করে। স্যামসাং যে দামে ফোন বের করে,শাওমি তার চেয়ে কম দামে বেশি স্পেসিফিকেশন দিয়ে ফোন আনে। যার কারনে দ্রুত জনপ্রিয়তা পায়।

রেডমির সাব ব্রান্ড কোনগুলো?
উত্তরঃ রেডমির আরেক নাম শাওমি বা এম আই। পকো তাদের আরেক সাব ব্রান্ড।

রেডমির ফোনের ক্যামেরা কেমন?
উত্তরঃ রেডমির দূর্দান্ত ক্যামেরার কারনেই মূলত তারা অল্প সময়ে জনপ্রিয়তা পায়। রেডমি মোবাইলের ক্যামেরা তুলনামূলক অনেক ভালো যা অনস্বীকার্য।

ভারতের তুলনায় বাংলাদেশে শাওমির অফিশিয়াল ফোনের দাম বেশি কেন?
উত্তরঃ শাওমি যেহেতু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কারখানা স্থাপন করতে পারেনি,সেহেতু দেশের বাজারে শাওমির ফোনের দাম তুলনামূলক বেশি হয়। যেসক ব্রান্ডের এদেশে কারখানা নেই, তাদের বড় অংকের টেক্স দিতে হয়। যা সিম্ফনি, টেকনো,ইনফিনিক্স,রিয়েলমি,ভিভো,অপ্পোর দিতে হয়না। তাই শাওমির অফিশিয়াল ফোনের দাম বেশি হয়। যদি কখনো আমাদের দেশে কারখানা স্থাপন করে,তখন ভারতের দামের সাথে বাংলাদেশের দামের তফাৎ কমবে।

রেডমি মোবাইলের ব্যাটারি বেকাপ কেমন?
উত্তরঃ শাওমি ফোনের ব্যাটারি বেকাপ শুরু থেকেই ভালো দিচ্ছে। বাজারে শাওমির যত স্মার্টফোন আছে সবগুলোই ব্যাটারি বেকাপ ভালো। একবার চার্জ দিলে দেড় থেকে দুইদিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন।

রেডমি ফোনের চার্জার কেমন?
উত্তরঃ বাজারে আসার শুরু থেকেই শাওমির চার্জারের ব্যাপক সুনাম আছে। শুরুরদিকে ফাস্ট চার্জার না দিলেও,চার্জার কোয়ালিটি দূর্দান্ত।

শাওমির ফোনের প্রসেসর কেমন?
উত্তরঃ বাজারে ফোনগুলার মধ্যে শাওমির প্রসেসরের ব্যাপক সুনাম রয়েছে। শাওমির যত ফোন গেমিং করার জন্য যথেষ্ট ভালো প্রসেসর দিয়ে থাকে।

শাওমি ফোনের কল কোয়ালিশন ও নেটওয়ার্কিং স্পিড কেমন?
উত্তরঃ শাওমির ফোনের কল কোয়ালিটি দূর্দান্ত। তাছাড়া আপনার ফোনের ইন্টারনেট স্পিড ও অনেক ভালো। দাম বেশি হলেও ইন্টারনেট স্পিডের কারনে শাওমি আপনাকে সন্তুষ্টি দিবে।

শাওমির পকো সিরিজের ফোনগুলো কেমন?
উত্তরঃ পকো প্রথমদিকে তারা প্রিমিয়াম বাজেটে ফ্লাগশিপ ফোন বাজারে এনেছিল। তারপর তারা একটা পর্যায় এসে মিড বাজেটে কম্পিটিটিভ স্পেসিফিকেশন দিয়ে ফোন নিয়ে আসে। পকোর ফোনগুলো দাম ও স্পেসিফিকেশন অনুযায়ী সেরা চয়েজ।

রেডমি ফোন কাদের কেনা উচিৎ?
উত্তরঃ যারা ছবি তোলার জন্য ফোন কিনতে চাচ্ছেন বা যারা প্রিমিয়াম বাজেটে গেমিং ফোন কিনবেন ভাবছেন তারা রেডমি বা শাওমির ফোন কিনতে পারেন।

রেডমি ফোন কাদের কেনা উচিৎ নয়?
উত্তরঃ যারা অল্প বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন চান, মানে বাজেট দশ হাজার বা তার কম কিন্তু চাহিদা অনেক বেশি তাদের জন্য শাওমির ফোন নয়।

শাওমির আন অফিশিয়াল ফোনের দাম এত কম কিভাবে হয়?
উত্তরঃ আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে শাওমির বিশাল বাজার আছে। ভারতে শাওমি অনেক কম বাজেটে দূর্দান্ত স্পেসিফিকেশনে ফোন আনছে। বাংলাদেশের বাজারে যে আন অফিশিয়াল শাওমি ফোন রয়েছে সেগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত। তাই সেগুলোর দাম তুলনামূলক কম থাকে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post