src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> রিয়েলমি ফোন কেনা নিয়ে প্রশ্ন ও উত্তর

রিয়েলমি ফোন কেনা নিয়ে প্রশ্ন ও উত্তর

২০১৯ সালের পর বাংলাদেশের স্মার্টফোন বাজারে রাজত্ব করছে রিয়েলমি। বাজারে আসার পরেই তারা শাওমিকে টার্গেট করে। শাওমি যে ফোন বের করে,তারাও প্রায় কাছাকাছি স্পেসিফিকেশন দিয়ে কিছুটা কম দামে ফোন বাজারে ছাড়তে শুরু করে। ফলে খুব দ্রুততম সময়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি জনপ্রিয়তা পেয়ে যায়। যারা ইতোমধ্যে রিয়েলমির ফোন কিনে ফেলেছেন বা রিয়েলমি ব্যাবহার করছেন,যারা রিয়েলমি মোবাইল কিনবেন ভাবছেন তাদের সবার জন্যই আমাদের আজকের আর্টিকেল গুরুত্বপূর্ণ। আপনাদের প্রশ্নোত্তরের মাধ্যমে সবকিছু জানানো হবে।

রিয়েলমি ফোন কেনা নিয়ে প্রশ্ন
রিয়েলমি ফোন কেনা নিয়ে প্রশ্ন

রিয়েলমি কোন দেশী মোবাইল ব্রান্ড?
উত্তরঃ রিয়েলমি মূলত অপ্পোর সাব ব্রান্ড। অপ্পো ২০১০ সালে প্রথম চীনের বাজারে ফোন নিয়ে আসে। তারপর তারা একেএকে ভারতের বাজার দখলে নেয়। আমরা অনেকে অপ্পোকে ভারতীয় ফোন ভেবে থাকি। আসলে অপ্পো ভারতীয় ফোন না। ভারতে তাদের বড় কারখানা আছে। বিবিকে ইলেকট্রনিক্স নামে প্রতিষ্ঠানের অধীনে রিয়েলমি চলছে।

রিয়েলমির সাব ব্রান্ড কোনগুলো?
উত্তরঃ ওপ্পে থেকে রিয়েলমির জন্ম। অপ্পো,ভিভো,রিয়েলমি,ওয়ানপ্লাস একই প্রতিষ্ঠানের অধীনস্থ। তাদের মাদার কোম্পানি বিবিকে ইলেকট্রনিক।

রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রথম কবে আসে?
উত্তরঃ রিয়েলমি বাংলাদেশের বাজারে আসে ২০১৯ সালে। তার আগে ২০১৮ সালে ভারতের বাজারে আসে।

রিয়েলমি অফিশিয়ালি বাংলাদেশের বাজারে কবে আসে?
উত্তরঃ রিয়েলমি অফিশিয়ালভাবে আমাদের বাংলাদেশের বাজারে আসে ২০২০ সালের শুরুর দিকে।

রিয়েলমি ফোনের দাম কম কিভাবে রাখে?
উত্তরঃ যেহেতু রিয়েলমি অপ্পোর সাব ব্রান্ড,সেহেতু রিয়েলমি অপ্পোর সকল প্রযুক্তি, কারখানা,ব্রান্ডিং,মার্কেটিং ব্যাবহার করার সুযোগ পায়। সেহেতু তারা কম বাজেট বেশি স্পেসিফিকেশন দিয়ে ফোন আনতে পারে।

রিয়েলমি ফোনের ক্যামেরা কেমন?
উত্তরঃ যেহেতু বাজারে অপ্পোর ফোনের ক্যামেরা নিয়ে অনেক সুনাম রয়েছে,সেহেতু রিয়েলমি একই প্রযুক্তি ব্যাবহার করে ভালো ক্যামেরা ফোন দিতে পারছে। রিয়েলমির ক্যামেরা অপ্পোর চেয়েও অনেকটা আপগ্রেড।

রিয়েলমি ফোনের ব্যাটারি বেকাপ কেমন?
উত্তরঃ রিয়েলমির প্রায় সব ফোনের ভালো শক্তিশালী ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। রিয়েলমির ব্যাটারি বেকাপ এখন অনেক ভালো।

রিয়েলমি ফোনের চার্জার কেমন?
উত্তরঃ রিয়েলমি তাদের মিড বাজেট থেকে শুরু করে,প্রিমিয়াম বাজেটের প্রায় বেশিরভাগ ফোনেই ফাস্ট চার্জার ব্যাবহার করছে। এছাড়া রিয়েলমির মূল ব্রান্ড অপ্পোর চার্জার কোয়ালিটি সেইসময়কার সেরা চার্জার ছিল। সেহেতু রিয়েলমির চার্জার ভালো দিতে পারছে।

রিয়েলমি ফোনের ডিজাইনিং কেমন?
উত্তরঃ বাংলাদেশের বাজারে আসা প্রথমদিকে রিয়েলমি কম বাজেটে শাওমির ডিজাইন নকল করে বা কাছাকাছি ডিজাইনিং দিয়ে ফোন বের করতো। বর্তমানে রিয়েলমি তাদের নিজস্ব ডিজাইনিং ফোন আনছে।

রিয়েলমি কি ইন্ডিয়ান ব্রান্ড?
উত্তরঃ রিয়েলমির অনেক চার্জার বা ফোনে মেইড ইন ইন্ডিয়া লিখা থাকে। রিয়েলমি কি ভারতীয় ব্রান্ড কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আসলে রিয়েলমির ভারতীয় বাজারে অনেক জনপ্রিয়তা আছে। ভারতে তাদের বড় কারখানা আছে। সাম্প্রতি তারা আমাদের বাংলাদেশের বাজারে কারখানা স্থাপন করেছে। পরবর্তীতে রিয়েলমিতে মেইড ইন বাংলাদেশ লগো পাবেন। যেগুলাতে মেইড ইন ইন্ডিয়া পাচ্ছেন সেগুলা ভারতীয় বাজার থেকে আমদানি করা ফোন ও এক্সেসরিস।

রিয়েলমির ফোনের গেমিং পারফরমেন্স কেমন?
উত্তরঃ রিয়েলমি যেহেতু কম বাজেটে ভালো প্রসেসর দিয়ে ফোন আনছে সেহেতু তাদের গেমিং পারফরমেন্স অনেক ফোনের তুলনায় ভালো।

রিয়েলমি ফোনের কল কোয়ালিটি ও নেটওয়ার্ক স্পিড কেমন?
উত্তরঃ এই সল্প বাজেটে রিয়েলমির ফোনের কল কোয়ালিটি ও নেটওয়ার্ক স্পিড নিয়ে কোনপ্রকার অভিযোগ করার সুযোগ নেই।

রিয়েলমি ফোন কাদের কেনা উচিৎ নয়?
উত্তরঃ যারা কম বাজেটে প্রিমিয়াম ডিজাইনিং ফোন খুঁজছেন তাদের এড়িয়ে যাওয়া উচিৎ। কারন মিড বাজেটে রিয়েলমির প্রায় সব ফোনেই কাছাকাছি ক্যামেরা ডিজাইনিং ও কাছাকাছি ডিজাইনিং দেয়া হয়েছে।

রিয়েলমি ফোন কাদের কেনা উচিৎ?
উত্তরঃ যারা সল্প বাজেটে ভালো স্পেসিফিকেশনে দূর্দান্ত ফোন খুঁজছেন তারা রিয়েলমির ফোন কিনতে পারেন।

বর্তমানে বাজারে প্রায় একচেটিয়া ব্যাবসায় করছে রিয়েলমি। কম বাজেটে সেরা স্পেসিফিকেশন দিয়ে ফোন বাজারে আনছে রিয়েলমি। যার ফলশ্রুতিতে গেজেট লাভারদের মনে খুব অল্প সময়ে স্থান করে নিয়েছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post