src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ওয়ানপ্লাস ফোন নিয়ে অজানা যত তথ্য জানুন

ওয়ানপ্লাস ফোন নিয়ে অজানা যত তথ্য জানুন

বর্তমান বাজারে প্রিমিয়াম বাজেটের ফ্লাগশিপ ফোন মানেই ওয়ানপ্লাসের ফোন। দূর্দান্ত ডিজাইনিং নিয়ে,দূর্দান্ত ক্যামেরা ফোন মানেই ওয়ানপ্লাস। আবার কারো মতে,কাছের মতো সচ্ছ ক্যামেরা মানে ওয়ানপ্লাসের ক্যামেরা। কি আছে এই ওয়ানপ্লাস ফোনে? যারা ওয়ানপ্লাসের ইউজার বা যারা ওয়ানপ্লাস কিনবেন বলে ভেবেছেন সবার জন্যই আমাদের আজকের আর্টিকেল। ওয়ানপ্লাস নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নোত্তরের মাধ্যমে দেয়ার চেস্টা করবো।

ওয়ানপ্লাস ফোন নিয়ে অজানা যত তথ্য
ওয়ানপ্লাস ফোন নিয়ে অজানা যত তথ্য


ওয়ান প্লাস কোন দেশীয় ব্রান্ড?
উত্তরঃ ওয়ানপ্লাস মূলত চীনের কোম্পানি। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর ওয়ানপ্লাসের কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

অনেকে যে বলে, ওয়ানপ্লাস ভারতীয়?
উত্তরঃ ভারতীয় বাজারে বেশি বিক্রিত হয় বলে অনেকে ধারনা করে একথা বলে থাকে। ভারতে ওয়ানপ্লাসের ফেক্টরি রয়েছে।

ওয়ান প্লাস নাকি ওপ্পোর সাব ব্রান্ড,এটা সত্যি?
উত্তরঃ হ্যাঁ, ওপ্পোর,ভিভো,রিয়েলমি,ওয়ানপ্লাস সবই এক ব্রান্ড। নাম ভিন্ন, তাদের মাদার কোম্পানি বিবিকে ইলেকট্রনিক্স।

ওয়ান প্লাস ফোনের দাম বেশি কেন?
উত্তরঃ ওয়ানপ্লাস ফ্লাগশিপ লেভেলের ফোন বের করে। শুরুতে স্যামসাং ফোনের দাম ৩০-৪০ হাজারের নিচে ছিলনা। তারপর একটা পর্যায় এসে তারা দাম কমিয়ে ফোন আনতে শুরু করে। ওয়ানপ্লাস চায় ফ্লাগশিপ মার্কেট দখলে রাখতে।

ওয়ান প্লাস ফোনের প্রসেসর কেমন?
উত্তরঃ ওয়ানপ্লাস যেহেতু ফ্লাগশিপ গ্রেডের ফোন সেহেরা তাদের প্রসেসর এককথায় দূর্দান্ত।

ওয়ান প্লাস ফোনের ক্যামেরা কেমন?
উত্তরঃ মূলত ওয়ানপ্লাসের দূর্দান্ত ছবির কারনেই বেশিরভাগ মানুষ তাদের ফোন কিনে। এখানে আমরা আর কি বলবো?

ওয়ান প্লাস মোবাইলের ব্যাটারি ও চার্জার কেমন?
উত্তরঃ ফ্লাগশিপ ফোনে যত ভালো ব্যাটারি ও চার্জার দেয়া উচিৎ, ওয়ানপ্লাস তার সবটুকুই দিচ্ছে। ব্যাটারি অনায়াসে ২-৩দিন চালানো যাবে। কোনপ্রকার অভিযোগ করার সুযোগ পাবেন না।

ওয়ান প্লাস ফোনের মূল আকর্ষণ কি থাকে?
উত্তরঃ ওয়ানপ্লাসের প্রিমিয়াম ডিজাইন ও তাদের দূর্দান্ত ক্যামেরা ওয়ানপ্লাসের মূল আকর্ষন থাকে।

কাদের ওয়ান প্লাসের ফোন কেনা উচিৎ?
উত্তরঃ যাদের বাজেট বেশি আইফোন কিনবেন ভাবছেন কিন্তু বাজেট সল্পতার কারনে কিনতে পারছেন না,তাদের জন্য ওয়ান প্লাস সেরা চয়েজ হতে পারে।

ওয়ানপ্লাসের ফোন কাদের কেনা উচিৎ নয়?
উত্তরঃ যাদের বাজেট কম, যারা অল্প বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন চান, যাদের কাছে ফোনের স্পেসিফিকেশন বড় তারা ওয়ানপ্লাস এড়িয়ে যেতে পারেন।

বাংলাদেশে বাজারে ওয়ানপ্লাসের অফিশিয়াল ফোন আছে?
উত্তরঃ এখন পর্যন্ত আমাদের দেশে অফিশিয়ালি ওয়ানপ্লাস আসেনি। আশাকরি ভবিষ্যৎ আসতে পারে।

ওয়ানপ্লাস ফোনের নেগেটিভ দিক কি?
উত্তরঃ ওয়ানপ্লাস প্রিমিয়াম বাজেট ফোন। তারা যে স্পেসিফিকেশন দিয়ে যে দাম রাখে, একই বা কাছাকাছিভাবে স্পেসিফিকেশন দিয়ে অন্য ব্রান্ড সল্প বাজেটে ফোন আনছে। স্পেসিফিকেশন বিবেচনায় ওয়ানপ্লাসের দাম অধিক রাখা হয়।

ওয়ানপ্লাস বাজারে প্রিমিটিভ সেগমেন্ট বাজেট ফোনের মধ্যে অন্যতম। প্রিমিয়াম বাজেট ফোনে প্রিমিয়াম ডিজাইন ও প্রিমিয়াম স্পেসিফিকেশন থাকবে স্বাভাবিক। যাদের প্রিমিয়াম ফোন পছন্দ ও বাজেট ভালো,তারা ওয়ানপ্লাস কিনতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post