src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ভালোবাসা দিবসে রিয়েলমির বিশাল ছাড়

ভালোবাসা দিবসে রিয়েলমির বিশাল ছাড়

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রিয়েলমি তাদের ফোনগুলাতে দিচ্ছে বিশাল ছাড়। আপনার পরিকল্পনা যদি থেকে থাকে যে,আপনি রিয়েলমির ফোন কিনবেন, তাহলে এই ভ্যালেন্টাইন উপলক্ষে এক্ষুনি রিয়েলমির ফোন কিনে নিতে পারেন। ভ্যালেন্টাইন উপলক্ষে রিয়েলমির যেসকল ফোনে ছাড় দেয়া হচ্ছে সেগুলার তালিকা ও দাম নিচে দেয়া হলো। যা আপনি ফেব্রুয়ারি ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত পেতে পারেন।

Realme mobile price
Realme Mobile Offer Price

Realme 7Pro (8/128) ২৫,৯৯০ টাকা।
Realme 7i (8/128) ১৬,৯৪০ টাকা
Realme C17 (6/128) ১৪,৭৯০ টাকা
Realme C15 (4/128) ১৩,২৯০ টাকা।
Realme C15 (4/64) ১২,১৯০ টাকা।
Realme C11 (2/32) ৮,৬৯০ টাকা।

তাছাড়া এই বিশাল ছাড়ের পাশাপাশি পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট ভাউচার। যেখানে আপনি
আপনি কেন রিয়েলমির ফোন কেনার পরে আরো কিছু ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও কেউ ফেব্রুয়ারি ৭ তারিখের আগে প্রি-বুক করলে সে ৫০০ টাকা ছাড় পাবে।

এখন চলুন জেনে নিই,কেন রিয়েলমি ফোন বাংলাদেশে অল্প সময়ে এত জনপ্রিয়?

রিয়েলমি এমন এক ব্রান্ড যা আমাদের বাংলাদেশ ও পাশ্ববর্তী ভারতে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রিয়েলমি কম দামে সেরা স্পেসিফিকেশন ফোন আনার কারনেই মূলত এত জনপ্রিয়তা পায়। যেহেতু রিয়েলমি আপ্পোর সাব ব্রান্ড সেহেতু শুরুতেই তারা অপ্পোর সকল সুবিধা ও টেকনোলোজি থেকে শুরু করে সবকিছু তাদের ফোনের ব্রান্ডিং করার কাজে ব্যাবহার করে। রিয়েলমি এমন এক ব্রান্ড যারা আমাদের কম বাজেটে বেশি স্পেসিফিকেশনে ফোন কিভাবে বাজারে আনতে হয় সেটি দেখিয়েছে। রিয়েলমি বাজারে আসার পরে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকে। পরপর রিয়েলমির আরেকটি সাব ব্রান্ড ওয়ানপ্লাস তাদের বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির ফোন বাজারে আনে। ধীরেধীরে রিয়েলমির বাজার বড় হতে থাকে। তারপর রিয়েলমিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post