বাজারে এসেছে মিড বাজেটের নতুন Walton Prime H9 Pro ফোন। যা দশ হাজার টাকার বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন। Prime H9 Pro ফোনের দাম ধরা হচ্ছে ৯ হাজার ৪৯৯ টাকা মাত্র। যা বাজারে থাকা দশ হাজার বাজেটের ফোনের সাথে প্রতিযোগিতা করবে। আজকের আর্টিকেলে ওয়ালটন প্রিমো এইচ নাইন প্রো ফোনটির ভালো মন্দ উভয় দিক আলোচনা করা হবে।
![]() |
Walton Primo H9 pro |
Walton Prime H9 Pro ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটির পেছবের দূর্দান্ত ডিজাইনের সাথে আছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ ওয়ালটনের এই ফোনটি ওজনে অনেক কম।
★ এই বাজেটে আপনাকে দিচ্ছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
★ আপনি Prime H9 Pro ফোনের প্রসেসর হিসেবে পাচ্ছে মিডিয়াটের হিলিও এ২০ প্রসেসর।
Walton Prime H9 Pro ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন ও বর্তমান বাজার বিবেচনায় দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ ফোনের বাজেট হিসেবে প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। মিডিয়াটেক এ২৫ বা এ ৩৫ প্রসেসর দিলে ভালো হতো।
Walton Prime H9 Pro ফোনটি যাদের কেনা উচিতঃ যারা কম বাজেটে আধুনিক ও আপগ্রেডেশন মানের একটি স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য Walton Prime H9 Pro ফোনটি সেরা চয়েজ। এই ফোনে র্যাম ও রমে যথেষ্ট আপগ্রেডেশন আনা হয়েছে। ফোনের ক্যামেরা ও প্রসেসর হিসেবে যা আছে,তা বাজেট বিবেচনায় আপনি কিনতে পারেন। দেশীয় ব্রান্ড হিসেবে ওয়ালটনের যথেষ্ট সুনাম রয়েছে। যখন এন্ড্রয়েট স্মার্টফোন বাজারে আসে, তখন এই ওয়ালটন আমাদেরকে সল্প বাজেটে দূর্দান্ত মানের কিছু স্মার্টফোন বাজারে এনেছিল।
Walton Prime H9 Pro ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা কিনা গেমিং করার কথা চিন্তা করে ফোন কিনবেন ভাবছেন,তাদের জন্য এই ফোন নয়। এই ফোনে র্যাম বা রম ভালো থাকলেও, যে প্রসেসর ব্যাবহার করা হয়েছে সেটি হ্যাভি গেমিং করার জন্য যথেষ্ট আপগ্রেড ফোন নয়। ওয়াল্টনের ফোন যদিও বিল্ট কোয়ালিটির ফোন হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু বর্তমান টেকনোলোজিতে ততটা আপগ্রেড আনতে পারেনি।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।