src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনে এসডি কার্ড লাগানোর অসুবিধা

ফোনে এসডি কার্ড লাগানোর অসুবিধা

আমাদের ফোনের র‍্যাম বা রম মেমোরির পাশাপাশি অনেকেই ফোনে এসডি কার্ড বা মেমোরি কার্ড লাগিয়ে থাকি। একটাসময় ছিল যখন ফোনের ইন্টারনাল মেমোরি স্পেস কম ছিল। বর্তমানে আধুনিক স্মার্টফোনে র‍্যাম এতটাই বেশি থাকে যে,আমাদের আর পয়সা খরচ করে মেমোরিকার্ড কিনে লাগানোর প্রয়োজন পড়বেনা। অনেকেই বলে থাকে এক্সটারনাল মেমোরি কার্ড ব্যাবহারে ফোন স্লো করে,আসলে কি তা সত্য?

Phone SD Card
Mobile Sd Card

আপনার ফোনে যদি এক্সটারনাল মেমোরি কার্ড বা এসডি কার্ড ব্যাবহার করেন তাহলে আপনার কিছু সুবিধা আছে পাশাপাশি কিছু অসুবিধা আছে। ফোনের এক্সটারনাল মেমোরি কার্ড ব্যাবহার করার ফলে ফোনের ছবি বা ভিডিও আপনি এক্সটারনাল মেমোরি কার্ডে সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি ভারী বা বড় সাইজের এপ্লিকেশনগুলো আপনি এসডি কার্ডে সংরক্ষণ করতে পারেন। আপনার এই এক্সটারনাল মেমোরি ব্যাবহারে প্রধান অসুবিধা হলো আপনার ফোন মেমোরির তুলনায় এক্সটারনাল এসডি কার্ড ধারন ক্ষমতার সাইজে ছোট হয়,তাহলে আপনার ফোন স্লো হয়ে যেতে পারে। এটা সবার ক্ষেত্রে নয়। রাস্তার আশেপাশে থেকে কম দামে পেয়ে মেমোরি কার্ড কিনবেন না। মূলত এই কমদামী মেমোরি কার্ডগুলোই আপনার ফোনকে স্লো করে দেয়। দাম দিয়ে, ভালো ব্রেন্ডের শোরুম থেকে মেমোরি কার্ড কেনার চেস্টা করবেন। মেমোরি সাইজ যাতে নূন্মতম ৬৪ জিবি তার উপরের হয় সেদিকে লক্ষ রেখে কিনবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post