src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> জানুন,পুরাতন বা নস্ট ফোনগুলো কি করবেন?

জানুন,পুরাতন বা নস্ট ফোনগুলো কি করবেন?

প্রতিটি ফোনই নির্দিষ্ট সময় ব্যাবহার করার পরে সেটি নস্ট বা অকেজো হয়ে যায়। তখন দেখা যায় নস্ট ফোনটি আমরা বাসায় রেখে দিই। ফোন নস্ট হয়ে গেলে বাসায় রেখে না দিয়ে আমরা কি করতে পারি, সেটি নিয়েই আমাদের আজকের আর্টিকেল লিখা হয়েছে। আপনার বাসায় পুরাতন বা অকেজো নস্ট ফোনগুলো কি করবেন এবং কিভাবে কি করলে আপনার ফোনগুলোকে কাজে লাগাতে পারেন সেটিই আজ জানার চেস্টা করবো।

Old mobile market
Unused Mobile Market

আমাদের ফোন যখন কোন সমস্যা দেখা দেয় তখন প্রাথমিক অবস্থায় আমরা সেটি কোন ভালো সার্ভিস সেন্টারে নিয়ে যাই। কোন ফোন সার্ভিস সেন্টারে নিতে গেলে সেটি সারাতে কত টাকা লাগতে পারে, সেই বিষয়ে আমাদেরকে জানানো হয়। যদি সেই টাকার অংক আমাদের সাধ্যের মধ্যে হয় তাহলে ঠিক করাই নতুবা বাড়িতে এনে রেখে দিই। এখন আপনি যদি ভেবে থাকেন ফোনটি আপনি আর ঠিক করবেন না। তাহলে যে সার্ভিসিং সেন্টারে ফোনটি দেখিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন ফোনটি এই মূহুর্তে বিক্রি করলে কেমন টাকা পাওয়া যাবে। আপনি একটা বিয়য়ে নিশ্চিত থাকুন যে, সার্ভিসিং সেন্টারে সেই মূহুর্তে আপনার ফোনের যে দাম তারা বলবে, এত ভালো দাম আপনি বাসায় এনে রেখে দিলে পাবেন না। সার্ভিসিং সেন্টার যদি আপনার ফোনের দামের নূন্মতম ১০% দাম বা তার বেশি দামে কিনতে রাজী হয়ে যায় তাহলে সেখানে বিক্রি করে দিতে পারেন। কারন আপনি যে সার্ভিস সেন্টারে ফোনটি মেরামত করতে এনেছেন, তাদের আপনার ফোনের যন্ত্রাংশ ও সমস্যা সম্পর্কে ভালো ধারনা আছে। যেটা অন্য কোন দোকানে দেখালে এক পলকে দেখেই বুঝবেনা। তারা উল্টা অনেক কম দাম বলবে। তাছাড়া রাস্তাঘাটে ঘুরেঘুরে যারা নস্ট ফোন কিনে, তারা অনেক কম দামে ফোন কিনে থাকে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে তারা ফোন কিনে থাকে। সার্ভিস সেন্টারে কোন স্মার্টফোন বিক্রি করতে গেলে তারা ৪০০ বা ৫০০ টাকার নিচে বলবেনা। তাই আপনি যদি ভেবে থাকেন, ফোনটি আর ঠিক করাবেন না,বাসায় এসে আলমারিতে রেখে দিবেন, তাহলে যেখানে সার্ভিসিং করতে নিয়েছিলেন, তাদের কাছে বিক্রি করে দিতে পারেন।


এছাড়া আপনার বাসায় যদি পুরাতন বা নস্ট ফোন থাকে তাহলে আপনি নিকটবর্তী ফোন সার্ভিসিং দোকানে সেগুলা বিক্রি করে দিতে পারেন। নিকটস্থ সার্ভিসিং সেন্টার যদি আপনার কাছ থেকে ফোন কিনতে অস্বীকৃতি জানায় তাহলে পুরাতন ফোন কিনে এমন লোক আপনার বাসার আশেপাশে ঘুরাঘুরি করে তাদের কাছে বিক্রি করে দিতে পারেন। মনে রাখবেন, পুরাতন বা নস্ট ফোন যতই বাসায় ফেলে রাখবেন ততই দাম কমবে। নিত্যনতুন স্মার্টফোন বাজারে আসছে। একটাসময় দেখা যাবে, আপনার বাসায় ফেলে রাখা পুরাতন ফোনের যন্ত্রাংশ কোন কাজেই লাগছেনা। তখন কেউ ৫০ টাকা দিয়েও আপনার ২০ হাজার টাকার নস্ট ফোন কিনে নিবেনা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post