src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Symphony Z30 pro Vs Oppo A12||সিম্ফনি জেট ৩০ প্রো বনান অপ্পো এ ১২

Symphony Z30 pro Vs Oppo A12||সিম্ফনি জেট ৩০ প্রো বনান অপ্পো এ ১২

বাজারে এসেছে Symphony Z30 pro ফোনটি যার মূল্য ধরা হয়েছে মাত্র ১০ হাজার ৮৯০ টাকা। অন্যদিকে তার আগে Oppo A12 ফোনটি বাজারে ছিল। যার বাজার মূল্য ছিল ১০ হাজার ৯৯০ টাকা। তারমানে সিম্ফনি জেট ৩০ প্রো থেকে অপ্পো এ ১২ ফোনের দাম ১০০ টাকা বেশি। এখন আপনি কি Oppo A12 কিনবেন নাকি ল Symphony Z30 pro  কিনবেন সেটা নিয়ে চিন্তার বিষয়। আজ এই দুটি ফোন নিয়ে তুলনামূলক আলোচনা করা হবে।

Oppo A12 vs symphony Z30pro
Symphony z30pro Vs Oppo A12

Symphony Z30 pro ও Oppo A12  ফোনটির পার্থক্য আলোচনা করবো।
★ দাম বিবেচনা করলে সিম্ফনির দাম ১০০ টাকা কম। এখন দেখার বিষয় ১০০ টাকা কমে কি কি স্পেসিফিকেশন দিচ্ছে। যদি স্পেসিফিকেশন কম দেয় তাহলে দাম কম দেয়ার ভ্যালু থাকবেনা।
★ দুটো ফোনেই পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এখানে সমানেসমান
★ দুটো ফোনেরই ওজন অনেক কম। এখানে প্রায় সমানেসমান।
★ সিম্ফনি তে দেয়া হয়েছে মিডিয়াটেক এ ২৫ প্রসেসর আর অপ্পোতে থাকবে মিডিয়াটেক পি ৩৫ প্রসেসর। এখানেও সিম্ফনি কিছুটা এগিয়ে আছে
★ সিম্ফনি তে র‍্যাম রম ৪/৬৪ ভ্যারিয়েন্ট। অপ্পো তে র‍্যাম রম ৩/৩২ ভ্যারিয়েন্ট। এখানে অপ্পো পিছিয়ে থাকছে।
★ ডিজাইনিং হিসেব করলে সিম্ফনি জেট ৩০ প্রো এগিয়ে থাকবে। সিম্ফনি সামনেপিছনে উভয়পাশে গ্লাস ফিনিশ দেয়া হয়েছে। অপ্পোতে সামনে গ্লাস কিন্তু পেছনে প্লাস্টিক ফিনিশ।
★ সিম্ফনি ক্যামরা ১৩+৫+২ সামনে ৮
অপ্পোর ক্যামেরা ১৩+২ সামনে ৫
এখানেও সিম্ফনি এগিয়ে আছে।
★ সিম্ফনি দিচ্ছে ৫০০০ এমএইচের ব্যাটারি।
অপ্পোতে আছে ৪২৩০ এমএইচের ব্যাটারি।  এখানেও সিম্ফনি এগিয়ে থাকবে।
★ সিম্ফনির ডিসপ্লে সাইজ ৬.৫২ ইঞ্চি। অপ্পোর ডিসপ্লে সাইজ ৬.২২ ইঞ্চি। এখানে বড় ডিসপ্লের হিসেবে সিম্ফনি এগিয়ে থাকছে।
 
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।

এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post