src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> সেলফির জন্য সেরা মোবাইল ব্রান্ড

সেলফির জন্য সেরা মোবাইল ব্রান্ড

সেলফি তুলতে জার না ভালোলাগে। সহ ফোন সেলফির জন্য ভালো না। কিছুকিছু ফোন আছে যেগুলো সেলফি এক্সপার্ট। যে ফোনের পেছনের ক্যামেরা ভালো সেই ফোনের সেলফি ভালো নাও হতে পারে। আবার যে ফোনের সেলফি ভালো সেই ফোনের পেছনের ক্যামেরা ভালো নাও হতে পারে। আজকের আর্টিকেলে কিছু সেলফি এক্সপার্ট ফোন নিয়ে আলোচনা করবো।

best selfee mobile
Selfee Best mobile phone

সেলফির জন্য সেরা ফোন বলতে গিয়ে,বিজ্ঞাপনের সাথে তালে তাল মিলিয়ে প্রথমেই বলতে হবে অপ্পো মোবাইলের কথা। অপ্পো ফোন নিজেদের ক্যামেরার প্রশংসায় প্রথমে যে দাবী করে থাকে,সেটি হলো সেলফি এক্সপার্ট। অপ্পো ফোন কি আসলেই সেলফির জন্য সেরা? এর উত্তরে না বলার উপায় নেই। অপ্পোর সেলফি অন্য ব্রেন্ডের তুলনায় অনেক আপগ্রেডেশন থাকে। অপ্পোর ফোনের সেলফিতে অনেক উন্নত টেকনোলজি ব্যাবহার করা হয়ে থাকে। যা অন্য স্মার্টফোনে সেলফির টেকনোলোজি নাও থাকতে পারে।

দ্বিতীয়ত আপনি সেলফির জন্য ফোন কিনতে চাইলে হুয়াওয়ের ফোন কিনতে পারেন। হুয়াওয়ের ফোনের সেলফি অনেক ভালো। ২০-২২ হাজার বাজেটে সেলফির জন্য হুয়াওয়ে ব্রেন্ডের আপগ্রেড স্মার্টফোন পাবেন।

তৃতীয়ত ,সেলফি এক্সপার্ট হিসেবে আপনি রিয়েলমির ফোন দেখতে পারেন। যেহেতু রিয়েলমি ব্রান্ডটি অপ্পো থেকে উঠে এসেছে,সেহেতু রিয়েলমি ফোনের সেলফিতে অপ্পোর কতই আপগ্রেড টেকনোলোজি ব্যাবহার করা হয়েছে।

চতুর্থত, সেলফির জন্য মোবাইল কেনার কথা ভেবে থাকলে আপনি ভিভোর ফোন দেখতে পারেন। ভিভো ১৮-২০ হাজার টাকা বাজেটে আপনি দূর্দান্ত সেলফি এক্সপার্ট কিছু ফোন পাবেন। আপনারা হয়ত জানেন, ভিভো অপ্পোর সাব ব্রান্ড। সেক্ষেত্রে ভিভোর ফোন সেলফি ক্যামেরার জন্য সেরা চয়েজ হতে পারে।

পঞ্চমত, সেলফি ফোন হিসেবে আপনি রেডমি নোট সিরিজের ফোনগুলো দেখতে পারেন। পাশাপাশি শাওমি পকো সিরিজের ফোন ও দেখতে পারেন। সেলফির ক্ষেত্রে শাওমি পকোফোনের সুনাম রয়েছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post