src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Samsung S21 Ultra Good or Bad Side||স্যামসাং এস২১ আলট্রা ভালোমন্দ দিক

Samsung S21 Ultra Good or Bad Side||স্যামসাং এস২১ আলট্রা ভালোমন্দ দিক

সাম্প্রতি বাজারে এসেছে Samsung S21 Ultra নামে স্যামসাং এর প্রিমিটিভ ফ্লাগশিপ গ্রেডের স্মার্টফোন। এটিই ২০২১ সালে Samsung S21 Ultra প্রথম বাজারে আসা স্যামসাং ব্রেন্ডের প্রিমিয়াম ফোন। বাজারে এসেই প্রিমিয়াম ফ্লাগশিপ গেজেট লাভারদের নজর কেড়েছে এই স্মার্টিফোনটি। বাংলাদেশে এই ফোনের দাম রাখা হচ্ছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট। আজকের আর্টিকেলে Samsung S21 Ultra ফোনের ভালো এবং মন্দ,কেন আপনি কিনবেন আর কেন কিনবেন না,সেই ব্যাপারে রিভিউ দেয়া হবে।

Samsung S21 Ultra Price
Samsung S21 Ultra

Samsung S21 Ultra ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওয়াইফাই সিক্সের সাপোর্ট আছে।
★ ফোনে ফাইভজি সাপোর্ট করবে। প্রসেসর ফাইভজির আপগ্রেডেশন ভার্সন।
★ ২০ মেগাপিক্সেরল পাঞ্চ হোল ক্যামেরা।
★ ১২০ হার্যের রিফ্রেশরেট সাপোর্ট করবে।
Samsung S21 Ultra এই ফোনের ডিজাইনিং এর ক্ষেত্রে বৈচিত্র্য আনা হয়েছে।
★ পেছনের ক্যামেরা সেটার দূর্দান্ত,ক্যামেরার ছবিগুলো নিয়ে অভিযোগ করার সুযোগ নেই।
★ ফোনটির সামনেপিছনে গ্লাসের প্রোটেকশন, যার কারনে দেখতে প্রিমিয়াম।

Samsung S21 Ultra ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ চার্জারের দিকে আরেকটু বেশি নজর দেয়া যেত। ইন বক্স চার্জার দিলে ভালো ছিল।
★ ক্যামেরা সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। পেছনের বেশিরভাগ অংশ ক্যামেরা দখল করে আছে।
★ ফোনের সাথে কোন মেমোরি কার্ড স্লট থাকছেনা। এস প্যানের সাপোর্ট আছে তবে তা বক্সে দিবেনা।

Samsung S21 Ultra ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ফ্লাগশিপ গ্রেডের প্রিমিয়াম ফোন কেনার কথা ভাবছিলেন। যারা ডিএসএলআর না কিনে,কোন ফোন কেনার কথা ভাবছিলেন। তারা এই ফোনটি কিনতে পারেন। অনেকে আছেন আগে থেকেই স্যামসাং ফোনের ভক্ত। বাজারে ভালোমানের আপডেট প্রিমিয়াম ফ্লেগশিপ খুঁজছেন, ফাইভজি, সাথে দূর্দান্ত প্রসেসর যুক্ত ফোন খুঁজছিলেন, তাদের জন্য Samsung S21 Ultra সেরা চয়েজ।

Samsung S21 Ultra ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা মিড বাজেট ফোনের ক্রেতা তারা অন্য ব্রেন্ড দেখতে পারেন। তাছাড়া যারা বড় ফোন পছন্দ করেন না। দিনের বেশিরভাগ সময় ফোন পকেটে নিয়ে ঘুরতে হয়। পাবলিক গনপরিবহনে চলাচলকারী মানুষ,তাদের জন্য এই ফোন নয়। এককথায়, যারা উচ্চ শ্রেণির ফ্লাগশিপ বা প্রিমিয়াম ফ্লাগশিপ ফোনের ক্রেতা,তারা ছাড়া অন্যরা এই ফোন এড়িতে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।


এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post