src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোন রিস্টার্ট দেয়ার সুবিধা বা উপকারিতা জানুন

ফোন রিস্টার্ট দেয়ার সুবিধা বা উপকারিতা জানুন

আমরা যারা স্মার্টফোন ব্যাবহার করি,তারা অনেকেই প্রয়োজ বা অপ্রয়োজনে ফোব রিস্টার্ট দিয়ে থাকি। ফোনের কোন সেটিং ঠিকভাবে না বুঝতে পারলে বা কোন সমস্যা মনে করলে আমরা ফোন রিস্টার্ট দিই। ফোন রিস্টার্ট দিলে ফোনের যেসকল পরিবর্তন বা সুবিধা হয় তা আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।

Restart phone
Mobile Restart

প্রথমেই জেনে নিই,ফোন রিস্টার্ট দেয়ার কারনসমূহঃ
(১) ফোন স্লো হয়ে গেলে আমরা রিস্টার্ট দিই।
(২) ফোনের নেটওয়ার্ক বা ওয়াইফাই নেট স্পিড কম পেলে,আমরা ফোন রিস্টার্ট দিই।
(৩) ফোনের গেমিং পারফরমেন্স কম পেলে বা গেমিং করার সময় লেগ পেলে,ফোন রিস্টার্ট দিই।
(৪) ফোনের ব্যাটারি পারফরমেন্স কম পেলে তখন ফোন রিস্টার্ট দিই।
(৫) ফোনের অভ্যন্তরীণ কোন এপ্লিকেশন ওপেনিং সমস্যা করলে মোবাইল রিস্টার্ট দিয়ে থাকি।

এবার জেনে নিন,ফোন রিস্টার্ট দেয়ার ফলে ফোনের যে পরিবর্তন বা পারফরমেন্স আপগ্রেডেশন হয়ঃ
ফোন রিস্টার্ট দিলে, ফোনের মধ্যে জমে থাকা ডিলিট করা ছবি বা এপ্লিকেশন টেম্প ফাইল,আনসাইজ এপ্স,ছবি সেগুলা চিরতরে ডিলিট হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে ফোনের অনেক ডাটা হিস্টোরি রিফ্রেশ নেয়। ফোনের র‍্যাম বা রমের কিছুটা স্পেস বৃদ্ধি পায়। যার কারনে আপনার ফোনের গেমিং পারফরমেন্স সহ অন্যান্য পারফরমেন্স অনেক দ্রুত হয়। যেহেতু ফোনের র‍্যাম ও রম স্পেস বাড়ে,সেহেতু ব্যাটারি বেকাপ কিছুটা হলেও উন্নত হয়। আমরা দৈনন্দিন জীবনে এক কাপ চা যেমনি আমাদের রিফ্রেশমেন্ট দেয়, একটি মোবাইল ফোন রিস্টার্ট দিলে তেমনি ফোনের পারফরমেন্স রিফ্রেশ হয়। তাছাড়া ভুলক্রমে হয়ে যাওয়া অজানা সেটিং যেগুলা আপনি সমাধান করতে পারছেন না,যে সেটিং থাকার কারনে আপনি ফোনের কাজ ঠিকভাবে করতে পারছিলেন না। ফোন রিস্টার্ট দেয়ার ফলে সেই সমস্যার সমাধান হয়। তাছাড়া নেটওয়ার্ক স্লো কাজ করা বা ওয়াইফাই স্পিড কম পাওয়ার সমস্যার একটাই সমাধান,সেটা হলো আপনার হাতের ফোনটি রিস্টার্ট দেয়া।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post