ভারতের বাজারে অফিশিয়াল ও বাংলাদেশের বাজারে আন-অফিশিয়াল Redmi 9 Power ফোনটি এসেছে। ফোনটির স্পেসিফিকেশন অনেকটাই শাওমির পকো এম থ্রি'র মতোই করা হয়েছে। ডিজাইনিং যদিও কিছুটা আলাদা। Redmi 9 Power ফোনটির ভালো এবং মন্দ উভয়দিক আজ আলোচনা করা হবে। পাশাপাশি কেন আপনি Redmi 9 Power এই ফোনটি কিনবেন আর কেন কিনবেন না,সেটাও আলোচনা করা হবে।
![]() |
Redmi 9 power Review |
Redmi 9 Power ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ ওজনে অনেক কম।
★ ভি নচ স্টাইলের সেলফি ক্যামেরা।
★ ব্যাটারি হিসেবে ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারির সাথে ২২.৫ ওয়াটের শক্তিশালী ফাস্ট চার্জার। যদিও ফোনটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড ফোন।
★ স্পেসিফিকেশন বিবেচনায় দাম তুলনামূলক কম।
★ প্রসেসর হিসেবে স্নাপড্রাগনের এট্রি লেভেলের প্রসেসর কোয়ালকম স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর।
Redmi 9 Power ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। ৫ মেগাপিক্সেল মেক্রো ক্যামেরা দিলে পারতো।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। স্নাপড্রাগনের আপগ্রেডেশন ভার্সন দিতে পারতো।
★ ডিজাইনিংটা আরেকটু সুন্দর হওয়া উচিৎ ছিল। ২০২০ সালের বাজারে এটা অনেকটা কমন ফোনের ডিজাইন ছিল।
Redmi 9 Power ফোনটি যাদের কেনা উচিতঃ যারা মিড বাজেটে বেশি মেগাপিক্সেল ক্যামেরা ফোন বা মিড বাজেটে স্নাপড্রাগন প্রসেসর যুক্ত ফোন খুঁজছিলেন। তারা এই Redmi 9 Power ফোনটি কিনতে পারেন। তাছাড়া ফোনটিতে বিশাল ব্যাটারির সাথে শক্তিশালী ফাস্ট চার্জার যেগুলো নিয়ে অভিযোগের কোন সুযোগ পাবেন না।
Redmi 9 Power ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা হ্যাভি গেমিং করার জন্য ফোন কেনার কথা ভেবেছিলেন তাদের জন্য Redmi 9 Power নয়। এছাড়া যারা মেক্রো ফটোগ্রাফি করেন বা সুন্দর ডিজাইনিং স্টাইলিশ ফোন কেনার কথা পরিকল্পনা করেছিলেন,তাদের জন্য এই ফোন নয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।