src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Realme Narzo 20 Gaming and Camera Review||রিয়েলমি নারজো ২০ গেমিং ও ক্যামেরা রিভিউ

Realme Narzo 20 Gaming and Camera Review||রিয়েলমি নারজো ২০ গেমিং ও ক্যামেরা রিভিউ

Realme Narzo 20 হবে ২০২১ সালের মিড বাজেট কিলার স্মার্টফোন। ২০২০ ডিসেম্বরে বাজারে এসে প্রথম থেকেই স্মার্টফোন ব্যাবহারকারীদের নজরে এসেছে। শুরুর দিন থেকেই বাজারে হৈচৈ ফেলে দিয়েছে। এই বাজেটে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এগে অন্য কোন মোবাইল কোম্পানি কখনো দেয়নি। আজলের আর্টিকেলে আমরা Narzo 20 ফোনটির গেমিং রিভিউ এবং একইসাথে ক্যামেরা রিভিউ নিয়ে আলোচনা করবো।

Realme Narzo 20 price
Realme Narzo 20 Gaming Review

Narzo 20 ফোনের গেমিং রিভিউ নিয়ে শুরুতেই আলোচনা করি। Narzo 20 ফোনটিতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর। যা গেমিং প্রসেসর হিসেবে খ্যাতি লাভ করা মিডিয়াটেক হিলিও জি ৮০ প্রসেসরের আপগ্রেড ভার্সন। শাওমি তাদের রেডমি নাইন ফোনে মিডিয়াটেক জি ৮০ প্রসেসর ব্যাবহার করে প্রায় পনেরো হাজার টাকা দাম রেখেছিল। ফোনটিকে গেমিং ফোন হিসেবে মার্কেটিং করেছিল। আমাদের Narzo 20 ফোনটিতে দেয়া হচ্ছে তার উপরের আপগ্রেড প্রসেসর। সুতরাং Narzo 20 ফোনের গেমিং পারফরমেন্স আপনি যথেষ্ট ভালো পাবেন। এই বাজেটে মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর দিয়ে ফোন ইতিপূর্বে আপনাকে অন্য কেউ দেয়নি। রিয়েলমি নারজো ২০ ফোনের এই প্রসেসর ও চিপসেট স্পেশালি গেমিং প্রসেসর হিসেবেই পরিচিত। তাই টুকটাক গেমিং করার ক্ষেত্রে আপনি দূর্দান্ত পারফরমেন্স পাবেন।

এবার Narzo 20 ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চই অপ্পোর ক্যামেরা সম্পর্কে জানেন। একটাসময় অপ্পোকে ক্যামেরা ফোন বলা হতো। রিয়েলমি কিন্তু সেই অপ্পোর সাব ব্রান্ড। অপ্পোর সকল প্রযুক্তি রিয়েলমি ব্যাবহার করছে। রিয়েলমি নারজো নামে তাদের আরেকটি সিরিজ হিসেবে ফোন বের করছে। একটি ফোনের ক্যামেরা পারফরমেন্স সেই ফোনের প্রসেসরের উপর অনেকটাই নির্ভর করে। রিয়েলমি নারজো ২০ ফোনে ব্যাবহার করা হচ্ছে মিডিয়াটেক হিলিও জি ৮৫ শক্তিশালী গেমিং প্রসেসর। যেহেতু এখানে জি ৮৫ প্রসেসর থাকছে,সেহেতু নিঃসন্দেহে দুর্দান্ত ছবি উঠবে। দূর্দান্ত ছবির কারনে শুরু থেকেই রিয়েলমির অনেক সুনাম আছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post