src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> রিয়েলমি দখলে নিতে যাচ্ছে কম বাজেটের বাজার

রিয়েলমি দখলে নিতে যাচ্ছে কম বাজেটের বাজার

এখন পর্যন্ত স্মার্টফোন বাজার বিবেচনা করলে দশ হাজার টাকার বাজেটে সেরা স্মার্টফোন হিসেবে সিম্ফনি কিংবা ওয়ালটনের ফোন থাকবে। যদিও আন্তর্জাতিক ব্রান্ড হিসেবে রিয়েলমির এক/দুটি ফোন ছিল, যেগুলা দশ হাজার টাকার বাজেট। তবুও ভালো স্পেসিফিকেশন, দূর্দান্ত ডিজাইনিং বিবেচনায় সিম্ফনি দশ হাজার টাকার বাজেটে সেরা চয়েজ হতে পারে। সিম্ফনি জেট ৩০ বা সিম্ফনি জেট ৩০ প্রো বা সিম্ফনি জেট ২৮ এই তিনটি ফোন আপনার জন্য সেরা চয়েজ হতে পারে।

Realme mobile review
Realme 5i Phone

২০২১ সালের স্মার্টফোন বাজারে রিয়েলমি কিছু ফোন লাঞ্চ করবে, যেগুলা বাংলাদেশি বাজারে দাম পাড়বে দশ হাজার টাকা বা তার কম। রিয়েলমি যদি বাংলাদেশের বাজারে দশ হাজারের কম বাজেটে ফোন আনতে পারে,তাহলে সিম্ফনি ও ওয়ালটনের মার্কেট তারা দখলে নিতে পারবে। অন্যদিকে সিম্ফনি যদি তাদের ফোনের কোয়ালিটি ও স্পেসিফিকেশন আরেকটু আপগ্রেডেশন এনে, দশ হাজার বা তার আশেপাশে বাজেটে ফোন বাজারে আনে। পাশাপাশি তাদের বিজ্ঞাপন ও মার্কেটিং পলিসি সিস্টেমে বেশিবেশি আপগ্রেডেশন আনে,তাহলে সিম্ফনি তাদের মার্কেট ধরে রাখতে পারবে। নতুবা ২০২১ সালে বাজারে এসে তাদের মার্কেট হারাতে হবে। এখনই অনেক জেলা শহরগুলাতে সিম্ফনি ও ওয়ালটনের শোরুম খুঁজে পাওয়া কস্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। সিম্ফনি ও ওয়ালটন বাংলাদেশি স্মার্টফোন ক্রেতাদের কমদামে এন্ড্রয়েট ফোন ব্যাবহার শিখিয়েছে। সিম্ফনি ও ওয়ালটনের বিল্ট কোয়ালিটি ও পারফরমেন্স নিয়ে এদেশের মানুষের মনে পজিটিভ চিন্তা আছে। শুধুমাত্র যুগের সাথে তালে তাল মিলিয়ে আপগ্রেডেশন ফোন না আনতে পারার কারনে এই দেশী ব্রান্ডগুলো পিছিয়ে পাড়ছে। দেশীয় ব্রান্ড হিসেবে সরকারি পর্যাপ্ত সহায়তা পাওয়া স্বত্তেও এরা দাঁড়াতে পারছেনা। ২০২০ সালে সিম্ফনির যে দুই তিনটি স্মার্টফোন বাজারে এসেছে,সবগুলোই দূর্দান্ত ফোন ছিল। কমদামে এত ভালো স্পেসিফিকেশন ও ডিজাইনিং ফোন কেউ আনেনি। যদিও প্রসেসর ডাউনগ্রেড ছিল। যদি তাদের মার্কেটিং পলিসি ঠিক থাকতো তাহলে সিম্ফনি হতে পারতো ২০২০ সালে সেরা ও সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post