২০২০ সালের স্মার্টফোন মার্কেটে জনপ্রিয় ফোন ছিল Realme 5i ফোন। সারা বছরই বেশ আলোচনায় ছিল এই ফোনটি। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত জরিপ অনুযায়ী ২০২০ সালে জনপ্রিয় ফোন ছিল Realme 5i এই স্মার্টফোন। এই ফোনের দাম ও স্পেসিফিকেশনের কারনে গেজেট লাভারদের চাহিদার শীর্ষে ছিল এই ফোনটি। রিয়েলমি ফাইভ আইয়ের জনপ্রিয়তার কারন ও ফোনটি প্রধান আকর্ষনের ফিচার নিয়ে আজ আলোচনা করবো।
![]() |
Realme 5i Review |
রিয়েলমি ফাইভ আই ফোনটির অফিশিয়াল দাম ছিল ১৩ হাজার ৪৯০ টাকা। যদিও চাহিদা থাকাকালীন এই অফিশিয়াল দাম থেকে বেশি দামে ফোনটি বিক্রি হয়েছিল। Realme 5i ফোনটির প্রধান আকর্ষন ছিল স্নাপড্রাগনের প্রসেসর। শুধুমাত্র স্নাপড্রাগনের প্রসেসরের কারনেই ফোনটি সবার নজরে এসেছিল। কারন এই বাজেটে Realme 5i ফোনের আগে অন্য কোন ব্রান্ড স্নাপড্রাগন প্রসেসর দিয়ে ফোন বাজারে আনেনি। যেহেতু প্রসেসর হিসেবে স্নাপড্রাগন ছিল, সেহেতু ফোনটির ক্যামেরা পারফরমেন্স ছিল এককথায় দূর্দান্ত। মিড বাজেটে এত ভালো ক্যামেরা পারফরমেন্স ফোন,স্মার্টফোন বাজারে ইতিপূর্বে অন্য কোন ব্রান্ড আনতে পারেনি। ফোনটির প্রসেসর হিসেবে স্নাপড্রাগনের ৬৬৫ প্রসেসর ছিল। যেখানে সদ্য বাজারে আসা পকো এম থ্রিতে দেয়া হয়েছে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর। যার দাম ১৪ হাজার ৯৯০ টাকা। দাম প্রায় এক হাজার টাকার বেশি, কিন্তু প্রসেসর ডাউন গ্রেডেড। সেই তুলনা করলেও এখানে রিয়েলমি ফাইভ আই এগিয়ে থাকবে। তাছাড়া Realme 5i ফোনের যে ডিজাইনিং ছিল, সেটি তখনকার বাজারের প্রথম তাক লাগানো ব্যাতিক্রমী ডিজাইন ছিল। যার কারনে ডিজাইন দেখেও অনেকে আকৃষ্ট হয়েছিল। ২০২০ সালে রিয়েলমির স্মার্টফোন মার্কেটগুলাতে রিয়েলমির ব্যাপক চাহিদা ছিল। সবচেয়ে বেশি ছিল রিয়েলমি ফাইভ আই। ফোনটিতে জিক্যামের দূর্দান্ত ভালো সাপোর্ট ছিল। কেউ যখন এই ফোনের জিক্যামের ছবি দেখতো,তখন অটোমেটিক ফোনটি কেনার জন্য আগ্রহী হয়ে উঠতো। এছাড়া স্নাপড্রাগনের প্রসেসর হিসেবে গেমিং পারফরমেন্সও তুলনামূলক অনেক ভালো ছিল। অন্যদিকে হিসেব করতে গেলে, এটিই ছিল মিড বাজেট প্রায় প্রথম দিকের গেমিং স্মার্টফোন। যারা মিড বাজেটের গেমার ছিল, তারাও এই ফোনটি কিনতে চাচ্ছিল। সবকিছু মিলিয়ে ২০২০ সালের পুরো বছরটি স্মার্টফোন বাজারে Realme 5i জয়জয়কার ছিল।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।