src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> রিয়েলমি যে কারনে অল্প সময়ে জনপ্রিয় ব্রান্ড

রিয়েলমি যে কারনে অল্প সময়ে জনপ্রিয় ব্রান্ড

বাংলাদেশে অনেকগুলো স্মার্টফোন ব্রান্ড রয়েছে। রিয়েলমি ব্রান্ড খুব অল্প সময়ে আমাদের দেশের বাজার ও ভারতীয় স্মার্টফোন বাজার নিজেদের দখলে নিয়ে নেয়। খুব অল্প সময়ে রিয়েলমি ফোনের জনপ্রিয়তা পাবার কিছু কারন আজকে আমাদের আর্টিকেলে আলোচনা করবো।

Realme new mobile
Realme Mobile

রিয়েলমি কোম্পানির জন্ম অপ্পো ব্রান্ড থেকে। রিয়েলমি অপ্পোর আরেকটি সাব ব্রান্ড। রিয়েলমি নামটি রেডমি বা শাওমির নামের সাথে মিল রেখে রাখা রিয়েলমি রাখা হয়। শুরুরদিকে রিয়েলমি হুবহু রেডমির অনুকরণ করে বাজারে ফোন আনতো। কিছুকিছু ক্ষেত্রে একই স্পেসিফিকেশন ও একই ডিজাইনিং দিয়ে দাম কিছুটা কমে বাজারে ফোন আনা শুরু করেছিল। যেহেতু একই স্পেসিফিকেশন দিয়ে দাম কিছুটা কমে ফোন পাওয়া যাচ্ছে তাই,মানুষ রিয়েলমি ফোন কেনা শুরু করেন। রিয়েলমি অপ্পোর কাছ থেকে সবধরনের সাপোর্ট পায়। যেহেতু রিয়েলমি অপ্পোর সাব ব্রান্ড। অপ্পোর টেকনোলোজি, শোরুম,গোডাউন, ফেক্টরি থেকে শুরু করে সবধরনের সুবিধা পেতে থাকে। এইসকল সুবিধা পাওয়ার কারনে রিয়েলমি কিছুটা কম দামে বাজারে ফোন আনতে পারে। 


তারপর একটা পর্যায় এসে রিয়েলমি,তাদের নিজস্ব ডিজাইনিং দিয়ে নিজস্ব স্পেসিফিকেশনে ফোন লাঞ্চ শুরু করে দেয়। কম দামে দূর্দান্ত প্রসেসর ও দূর্দান্ত ক্যামেরা দেয়ার ক্ষেত্রে রিয়েলমির ব্যাপক সুনাম রয়েছে। যেহেতু অপ্পো ক্যামেরার ক্ষেত্রে ভালো সুনাম ছিল, সেহেতু তারা অপ্পোর ক্যামেরা টেকনোলোজিকে আরেকটু আপগ্রেডেশন করে দূর্দান্ত ক্যামেরা সেটাপ ফোন বাজারে লাঞ্চ করে। মিড বাজেটের ফোনে কিভাবে স্নাপড্রাগনের প্রসেসর দিতে হয়,সেটা রিয়েলমি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। মিড বাজেটের ফোনে দূর্দান্ত ক্যামেরা কিভাবে দিতে হবে,সেটা আমরা রিয়েলমির ফোন থেকে দেখেছি। রিয়েলমির ক্যামেরা ওয়াটারমার্ক হিসেবে বড় অক্ষরে আর লিখাটা সবার নজরে আসে,পাশাপাশি দূর্দান্ত আয়নার মত সচ্ছ ছবি। রাতেত ছবি মনে হয় ভরদুপুরে তোলা ছবি। নানান কারনে রিয়েলমি ব্রান্ডটি খুবই অল্প সময়ে আমাদের বাংলাদেশের বাজারে ও পাশ্ববর্তী ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে। সাম্পতি রিয়েলমি ব্রান্ড বাংলাদেশে অফিশিয়াল ফোন আনে। পাশাপাশি তারা বাংলাদেশে কারখানা স্থাপন করার জন্য নানান প্রস্তুতি নেন। তার অন্যতম কারন রিয়েলমির বাংলাদেশী বাজারে ব্যাপক জনপ্রিয়তা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post