মোবাইলের ক্যামেরার ক্ষেত্রে নতুন সংযোজন পপ আপ সেলফি ক্যামেরা। ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করার সাথে সাথে ফোনের উপরের অংশ থেকে অটোমেটিক ক্যামেরা বের হয়ে আসাকে বলে পপ আপ। পপ আপের এই সংযোজনে নাম দিয়েছে পপ আপ সেল্ফি ক্যামেরা। আজকের আর্টিকেলে পপ আপ সেলফি ক্যামেরার সুবিধা ও অসুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করবো।
![]() |
Pop Up Camera |
পপ আপ সেলফি ক্যামেরার সুবিধাসমূহ আলোচনা করা হোলোঃ মোবাইল ফোনে পপ আপ সেল্ফির সুবিধা বলতে গেলে প্রথমেই বলতে হয়, ফোনের ডিসপ্লেতে ক্যামেরা না থাকার কারনে আপনি ফুল ভিউ ডিসপ্লে উপভোগ করতে পারছেন। যা শুধুমাত্র পপ আপ সেল্ফি ক্যামেরা ফোনের ব্যাবহারকারীরাই পারে। দ্বিতীয়ত বলতে গেলে,যখন আপনি বন্ধুদের সাথে নিয়ে সেল্ফি তুলতে যাচ্ছেন,তখন ফোনের উপরের অংশ হতে পপ আপ করে ক্যামেরা বের হয়ে আসাটা স্টাইলিশ অনুভূতি দিবে। যা আপনার সাধারণ গতানুগতিক সেলফি ক্যামেরায় পাবেন না।
এবার জেনে নিন, পপ আপ সেলফি ক্যামেরার কিছু অসুবিধাঃ শুরুর দিকে, প্রিমিয়াম বাজেট ফোনে পপ আপ সেল্ফি ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছিল। দেখা গেল, সেই ফোনগুলো ততটা বিক্রি হয়নি। বেশকিছু ফোনে পপ আপে সমস্যা দেখা দিলো। পরবর্তীতে স্মার্টফোন ব্রান্ডগুলো মিড বাজেটের ফোনে পপ আপ ক্যামেরা দেয়া শুরু করে। তবুও এই ক্যামেরা নিয়ে মানুষের মাঝে একধরবের ভয় কাজ করে। ফোন পকেটে নেয়ার পর কোনক্রমে ক্যামেরা চালু হয়ে যায় কিনা বা ক্যামেরা বের করে ছবি তোলার সময় হাত থেকে পড়ে গিয়ে ক্যামেরা ভেঙ্গে যায় কিনা, এই নিয়ে নানান সন্দেহ কাজ করে। যদিও ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবী, পপ আপ সেল্ফি ক্যামেরায় সেন্সর আছে। যা হাত থেকে মাটিতে পড়ার আগেই ক্যামেরা ভেতরে ঢুকে যাবে। তবে স্মার্ট গেজেট লাভারদের মনে এই নিয়ে কিছুটা সন্দেহ রয়েই যায়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।