src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Poco M3 User Experience||পকো এম ৩ ব্যাবহার রিভিউ

Poco M3 User Experience||পকো এম ৩ ব্যাবহার রিভিউ

সাম্প্রতিক বাজারে এসে শাওমির নতুন ফোন Poco M3 স্মার্টফোন। বাজারে আসার আগেই এই ফোনটি ব্যাপক আলোচনায় এসেছিল। কারন, Poco M3 ফোনে দেয়া হয়েছে স্নাপড্রাগন ৬৬২ দূর্দান্ত এক প্রসেসর। তার উপর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেলের দূর্দান্ত ক্যামেরা। ব্যাটারি হিসেবে ছয় হাজার এমএইচের দূর্দান্ত ব্যাটারির সাথে ২২ ওয়াটের চার্জার। তার উপর ফুল এইচডি প্লাস ডিসপ্লে।  যা ১৪ হাজার ৯৯০ টাকা বাজেটে এর আগে অন্য কোন স্মার্টফোন ব্রান্ড দিয়েছে বলে আমাদের জানা নেই।

Poco m3 price
Poco M3 User Experience

যেসব কারনে Poco M3 ফোনটি জনপ্রিয় হয়েছে সেগুলা তো ইতিমধ্যে বলাই হলো। এবার চলুন Poco M3 ফোনটির ব্যাবহারের দিক থেকে কেমন সেগুলা জেনে নিই। বলে রাখা ভালো, তথ্যগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলের রিভিউ ইউজার এক্সপেরিয়েন্স ও আশেপাশের মানুষের ইউজার এক্সপেরিয়েন্স থেকে মিলিয়ে লিখা হয়েছে। পকো এম থ্রি'তে যেহেতু ব্যাটারি হিসেবে ৬০০০ এমএইচের ব্যাটারি ও চার্জার হিসেবে ২২ ওয়াটের চার্জার দেয়া হয়েছে,সেহেতু ব্যাটারি বেকাপ বা চার্জিং নিয়ে এখানে বিন্দুমাত্র অভিযোগ করার সুযোগ নেই। তার উপর ফোনে যে ক্যামেরা দেয়া হয়েছে,তার ক্যামেরা পারফরমেন্স ও ছবির কোয়ালিটি নিয়েও অভিযোগ করার সুযোগ নেই। কারন, আজকের দিনে এই বাজেটে Poco M3 ফোনের চেয়ে ভালো ক্যামেরার ফোন আপনি পাবেন না। এখন আপনি যদি ফোনের ডিজাইন বিবেচনায় নেন, সেখানেও পকো এম থ্রি বিজয়ী। এই বাজেটে এককথায় দূর্দান্ত ডিজাইনিং ফোন এনেছে Poco M3। তাহলে কি Poco M3 কে পার্ফেক্ট ফোন হিসেবে ঘোষনা করে দিতে পারি?
অবশ্যই না। দুনিয়ার কোন ফোনই সবদিক থেকে পার্ফেক্ট নয়। সেখানে Poco M3 ফোনটিরও বেশকিছু সমস্যা রয়েছে। আমরা জানি, পকো এম থ্রি ফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যাবহার করা হচ্ছে। ডিসপ্লের পাশে খালি যায়গা কম দেয়া হয়েছে। ফলশ্রুতিতে গেমিং করার সময় হাতের মাংশের অংশ ডিসপ্লেতে লেগে যায়। যারকারনে মিস টাচ ইসুৎ হয়। গেমিং করার ক্ষেত্রে কিছুটা ঠিকভাবে ফোন রেখে,তারপর গেমিং করা উচিৎ। Poco M3 ফোনে যে স্নাপড্রাগন প্রসেসর দেয়া হয়েছে সেটি কোয়ালকম স্নাপড্রাগনের এন্ট্রি লেভেলের প্রসেসর। ফলে প্রকৃত স্নাপড্রাগন প্রসেসরের পূর্ন সুবিধাটুকু এখানে আপনি নাও পেতে পারেন। ব্যাবহারকারীদের বেশিরভাগ মনে করেন, ফোনের পেছনের পকো ব্যান্ডিং লিখাটি আরেকটু ছোট ফ্রন্টে দিলে সুন্দর লাগতো। বড় হরফে লিখার কারনে অনেকের কাছে অসস্তি লাগে। তবে ডিজাইন নিয়ে কোন আপত্তি নেই। Poco M3 ফোনে আপনাকে আইয়ার ব্রাস্টার দেয়া হয়েছে। যা আপনি টিভি বা এসির রিমোট হিসেবে ব্যাবহার করতে পারবেন। যা এই বাজেটে অনেক ব্রান্ড আপনাকে দিবেনা। মাত্র ১৪ হাজার ৯৯০ টাকা বাজেটে Poco M3 ফোনে আপনি যে যে সুবিধাগুলো পাচ্ছেন, আমাদের জানামতে এই সুবিধা দিয়ে অন্য কোন স্মার্টফোন ব্রান্ড ফোন বাজারে আনেনি।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post