Xiaomi Poco M3 হবে ২০২১ সালের মিড বাজেট কিলার স্মার্টফোন। ২০২০ ডিসেম্বরে বাজারে এসে প্রথম থেকেই পকো এম থ্রি স্মার্টফোন ব্যাবহারকারীদের নজরে এসেছে। শুরুর দিন থেকেই বাজারে হৈচৈ ফেলে দিয়েছে। এই বাজেটে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আগে অন্য কোন মোবাইল ব্রান্ড কোম্পানি কখনো দেয়নি। আজলের আর্টিকেলে আমরা Poco M3 ফোনটির গেমিং রিভিউ এবং একইসাথে ক্যামেরা রিভিউ নিয়ে আলোচনা করবো।
![]() |
Poco M3 Gaming performance |
Poco M3 ফোনের গেমিং রিভিউ নিয়ে শুরুতেই আলোচনা করি। Poco M3 ফোনটিতে ব্যাবহার করা হয়েছে কোয়ালকম স্নাপড্রাগনের ৬৬২ প্রসেসর। কোয়ালকম স্নাপড্রাগমের প্রসেসর গেমিং প্রসেসর হিসেবে খ্যাতি আছে। ২০১৯ সালে শাওমি রেডমি নাইন ফোনে মিডিয়াটেক জি ৮০ প্রসেসর ব্যাবহার করে প্রায় পনেরো হাজার টাকা দাম রেখেছিল। ফোনটিকে গেমিং ফোন হিসেবে মার্কেটিং করেছিল। এবার Poco M3 ফোনটিতে দেয়া হচ্ছে তার উপরের আপগ্রেড স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর। যারা মিডিয়াটেক আর স্নাপড্রাগন প্রসেসরের পার্থক্য বুঝেন,তাদের নতুন করে বোঝানোর প্রয়োজন পড়েনা। সুতরাং Poco M3 ফোনের গেমিং পারফরমেন্স আপনি যথেষ্ট ভালো পাবেন। এই বাজেটে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর দিয়ে ফোন ইতিপূর্বে আপনাকে অন্য কেউ দেয়নি। পকো এম থ্রি ফোনের এই প্রসেসর ও চিপসেট স্পেশালি গেমিং প্রসেসর হিসেবেই পরিচিত। তাই টুকটাক গেমিং করার ক্ষেত্রে আপনি দূর্দান্ত পারফরমেন্স পাবেন। রিয়েলমি তাদের ফাইভ আই ফোনে স্নাপড্রাগন প্রসেসর দিয়েছিল কিন্তু সেখানে ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ছিলনা, যেটা আপনি আমাদের পকো এম থ্রি ফোনে পাচ্ছেন।
এবার Poco M3 ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চই শাওমি বা রেডমি ফোনের ক্যামেরা সম্পর্কে জানেন। পকো কিন্তু সেই রেডমি বা শাওমি'র সাব ব্রান্ড। শাওমির সকল প্রযুক্তি পকো ফোন ব্যাবহার করছে। শাওমি,রেডমি,পকো নামে তাদের তিনটি সিরিজ হিসেবে ফোন বের করছে। রেডমির আবার দুটো সিরিজ। একটা রেডমি নামে,আরেকটা রেডমির নোট সিরিজ নামে, আরেকটা শাওমি নামে, একটা পকো নামে। পকো ফোনের ক্যামেরা পারফরমেন্স,সেই ফোনের প্রসেসরের উপর অনেকটাই নির্ভর করে। কাছাকাছি বাজেটে রিয়েলমি নারজো ২০ ফোনে ব্যাবহার করা হচ্ছে মিডিয়াটেক হিলিও জি ৮৫ প্রসেসর। এখানে পকো এম থ্রিতে ব্যাবহার করা হচ্ছে কোয়ালকম স্নাপড্রাগনের প্রসেসর। স্নাপড্রাগনের ছবির কোয়ালিটি সম্পর্কে যাদের ধারনা আছে তাদের মনে কোনপ্রকার সন্দেহ থাকার কথা নয়। যেহেতু এখানে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর থাকছে,সেহেতু নিঃসন্দেহে দুর্দান্ত ছবি উঠবে। দূর্দান্ত ছবির কারনে শুরু থেকেই পকো ফোনের অনেক সুনাম আছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।