ফোন কেনার দুইদিন পরে বা কয়েকদিন পর থেকে দেখা যায় ফোনের ডিসপ্লে কাপাকাপি করতে থাকে। বর্তমানে স্মার্টফোন নতুন কেনার পরপর এই অভিযোগ অনেক শোনা যাচ্ছে। ফোনের ডিসপ্লে কেন কাপে এই সমস্যার কারন পাশাপাশি সমাধান কি হতে পারে এটি নিয়েই আমাদের আজকের আর্টিকেল লিখা হয়েছে।
![]() |
Mobile Display problem |
প্রথমেই জেনে নিই,ফোনের ডিসপ্লে কাপাকাপি করার কারন আর কারন জানতে পারলেই সমাধান বের করে ফেলা যাবে। বর্তমানে আমাদের সবার চাহিদা বেশি এমএইচের ব্যাটারি, অধিক ব্যাটারি বেকাপ। এই অধিক ব্যাটারি বেকাপ দিতে গিয়ে ফোনের সিস্টেমে কিছুটি ত্রুটি করে ফেলে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের দেশীর স্মার্টফোন ব্রান্ড সিম্ফনি জেট ৩০ নামে এক ফোন বাজারে আনে। ফোনের ব্যাটারি ছিল পাঁচ হাজার এমএইচ। ফোন বাজারে বের হওয়ার পরে অনেকেই অভিযোগ করে যে ফোনের ব্রাইটনেস কমালে ডিসপ্লে কাপাকাপি শুরু করে দেয়। তখন স্মার্টফোন ব্রান্ড তাদের আপডেট দেয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেস্টা করে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে তারা ফোন রিপ্লেস করে নতুন ফোন দেয়। তারপর তারা একই কনফিগারেশন দিয়ে সিম্ফনি জেট ২৮ নামে আরেকটি ফোন আনে। পার্থক্য থাকে শুধু ব্যাটারিতে,সেখানে ব্যাটারি দেয়া হয় ৪০০০ এমএইচ। তাছাড়া বাজারে আসা ৬০০০ এমএইচ ব্যাটারি ফোনে ডিসপ্লে কাপাকাপি সমস্যার কথা শোনা যায়। অনেকের মতে ফোনের ব্যাটারি সেভার অপশনটি অন রাখলে ডিসপ্লে কাপে আবার অফ করলে কাপে না। প্রকৃতপক্ষে,ফোনের ক্ষেত্রে বড় ডিসপ্লে না হলে, বেশি এমএইচের ব্যাটারি দিলে সেটি সমস্যার কারন হয়ে দাঁড়াতে পারে। যাদের এই ডিসপ্লে কাপাকাপি সমস্যা আছে, তারা ফোনের ব্রাইটনেস বাড়িয়ে ব্যাবহার করতে পারেন। তাতেকরে কিছুটা রেহাই পাবেই এই সমস্যা থেকে। তাছাড়া ফোনে হাই কনফিগারেশন এপ্লিকেশন ও এক্সটারনাল মেমোরি কার্ড ব্যাবহার করার চেস্টা করবেন। ফোনের এক্সটারনাল মেমোরি কার্ড বা এসডি কার্ড ব্যাবহার করার ফলে এই সমস্যায় কিছুটা সমাধান হতে পারে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।