আমাদের সবার ফোনেই ব্যাটারি রয়েছে। আমাদের কিছু ভুলের কারনে আমাদের ফোনের ব্যাটারি খুব অল্প সময়ে নস্ট হয়ে যেতে পারে। ফোনের ব্যাটারি নস্ট হওয়ার কারন ও যাতে নস্ট না হয় সেজন্য আমাদের করনীয় কি তা আজলের আর্টিকেলে আলোচনা করা হবে।
চার্জ কমিয়ে ব্যাবহারঃ অনেকেই আছে যারা ফোনের চার্জ ১০% এত নিচে না নামলে চার্জ দেয়না। সেক্ষেত্রে আপনার ব্যাটারি খুব অল্প সময়ে নস্ট হয়ে যেতে পারে। ফোনের ব্যাটারি চার্জ ৩০% আসার পরপর চার্জ দিয়ে দিবেন।
![]() |
Mobile Charging System |
অতিরিক্ত চার্জঃ ফোনের চার্জ ১০০% হওয়ার পরে বেশিক্ষন চার্জে লাগিয়ে রাখবেন না। বেশিক্ষন চার্জে লাগিয়ে রাখলে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে। তাতে ব্যাটারি পারফরমেন্স কমে যায়।
রাতে চার্জঃ অনেকেই আছে রাতে ঘুমানোর সময় ফোন চার্জে লাগিয়ে ঘুমান। অতিরিক্ত প্রয়োজন ছাড়া এই কাজটি করা উচিৎ না। নিয়মিত রাতে ফোন চার্জ দেয়ার ফলে ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয় যায়।
পাওয়ার ব্যাংকঃ আমরা অনেকেই জরুরী প্রয়োজনে পাওয়ার ব্যাংক ব্যাবহার করে থাকি। জরুরী প্রয়োজনে মাঝেমধ্যে ব্যাবহার করাটা সমস্যা না। সমস্যা তখন হবে,যখন আমরা প্রায়ই পাওয়ার ব্যাংকের মাধ্যমে ফোন চার্জ দিব,তখন।
নেটওয়ার্ক সমস্যাঃ আপনার ফোনের মাঝে যে সিম থাকবে,সে সিমের নেটওয়ার্কিং যদি সমস্যা থাকে। তা যদি অনবরত উঠানামা করে বা আপনার এলাকায় সেই সিমের নেটওয়ার্ক ভালো না থাকলে,সেই সিমের কারনে আপনার ব্যাটারি বেকাপ ভালো পাবেন না। যার কারনে আপনার ব্যাটারি তুলনামূলক কম সময়ে নস্ট হয়ে যেতে পারে।
চার্জে লাগিয়ে ব্যাবহারঃ অনেকেই আছে ফোন চার্জে লাগিয়ে ব্যাবহার করে থাকে। মোবাইল চার্জে লাগিয়ে ব্যাবহার করলে,ফোনের ব্যাটারির অনেক ক্ষতি হতে পারে। এমনিতেই চার্জে লাগালে ফোন গরম হয়,তার উপর যদি ফোন ব্যাবহার করে থাকি,তখন এই গরমের পরিমান বেড়ে যায়। অতিরিক্ত হিটিং ইসুৎ ফোনের ব্যাটারি সহ প্রসেসর পারফরমেন্স দূর্বল করে দিতে পারে।
চার্জে লাগিয়ে গেমিংঃ গেমিং করলে মোবাইলের চার্জ বেশি ক্ষয় হয় তা আমরা সবাই জানি। চার্জে লাগিয়ে গেমিং করাটা যে ফোনের জন্য কতটা ক্ষতিকর তা যদি কেউ জানতো,তাহলে কেউ চার্জে লাগিয়ে গেমিং করতোনা।
পাওয়ার ব্যাংকে লাগিয়ে ব্যাবহারঃ বেশিরভাগ মানুষ,যারা পাওয়ার ব্যাংক ব্যাবহার করে,তারা পাওয়ার ব্যাংকে ফোন চার্জ দিয়ে ব্যাবহার করতে থাকে। ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে। ফোনের ব্যাটারি ফুলে গেলে ব্যাটারি পারফরমেন্স এমনিতেই খারাপ হয়ে যাবে।
অপ্রয়োজনীয় এপ্স ইন্সটলঃ মোবাইল কেনার সাথে কিছু এপ্স ইন্সটল করা থাকে পাশাপাশি আমরাও পরবর্তীতে অনেক অপ্রয়োজনীয় এপ্লিকেশন ইন্সটল দিয়ে থাকি। অপ্রয়োজনীয় এপ্লিকেশন ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। যতটা সম্ভব অপ্রয়োজনীয় এপ্লিকেশন ফোনে রাখার চেস্টা করবেন না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।