src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Narzo 20 User Experience||নারজো ২০ ব্যাবহার মতামত

Narzo 20 User Experience||নারজো ২০ ব্যাবহার মতামত

সাম্প্রতি বাজারে এসেছে রিয়েলমির দূর্দান্ত ডিভাইস নারজো ২০। বাজারে এসেই অল্প সময়ে ব্যাপক সারা ফেলেছে। Realme Narzo 20 ফোনে যে স্পেসিফিকেশন দেয়া হয়েছে এই বাজেটে অন্য কোন ব্রান্ড আপনাকে দিবেনা। ফোনের দাম বিবেচনায় ক্যামেরা,প্রসেসর, ডিজাইনিং,ব্যাটারি সবদিক থেকেই পার্ফেক্ট। আজ আমরা Narzo 20 ফোনের ব্যাবহারকারীদের মতামত নিয়ে লিখার চেস্টা করবো। বিভিন্ন ইউটিউব রিভিউ ও আশেপাশের মানুষ রিয়েলমি Narzo 20 ফোন ব্যাবহার করার পর,তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

Narzo 20 review
Realme Narzo 20 Review

Narzo 20 ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেকের দূর্দান্ত লেভেলের সেরা গেমিং প্রসেসর মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর। যার গেমিং পারফরমেন্স এককথায় দূর্দান্ত। আপনি যদি মোটামুটি লেভেলের গেমিং খেলার জন্য মিড বাজেটে ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনি Narzo 20 ফোনটি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন। রিয়েলমি নারজো ২০ ফোনে ব্যাটারি হিসেবে থাকছে ৬০০০ এমএইচের দূর্দান্ত এক ব্যাটারি। তার সাথে আপনি পাচ্ছেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। যা দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় নিবে তিন ঘন্টার কাছাকাছি।


আমরা যদি Narzo 20 ফোনের গেমিং নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় যে এই ফোনে গেমিং পারফরমেন্স মোটামুটি লেভেলের ভালো। মিডিয়াটেক জি৮৫ প্রসেসর হলো, মিডিয়াটেক জি৮০ প্রসেসরের আপগ্রেড ভার্সন। মিডিয়াটেক জি৮০ যেহেতু গেমিং প্রসেসর হিসেবে বাজারে সুখ্যাতি ছিল,সেহেতু Narzo 20 ফোনের প্রসেসর হিসেবে মিডিয়াটেক জি৮৫ ভালো পারফরমেন্স করবে এটাই স্বাভাবিক।


Narzo 20 ফোনের ক্যামেরা কথা বলতে গেলে, বলতে হয় ৪৮ ম্যাগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পারফরমেন্স দূর্দান্ত। প্রাইমারি সেন্সরের পাশাপাশি আরো যে দুটি ক্যামেরা আছে সেটিও কার্যকরী। সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেলের যে ক্যামেরা থাকছে সেটিও চলার মতো ভালো। রিয়েলমি ফোনের ক্যামেরা সেন্সর নিয়ে বাজারে বেশ সুনাম রয়েছে। সুতরাং ক্যামেরা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
পাশাপাশি Narzo 20 ফোনটিতে আপনাকে ৬০০০ এমএইচের যে দূর্দান্ত শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে সেটি নরমাল ব্যাবহারে অনায়াসে দুই থেকে তিনদিন চলে যাবে। আর গেমিং করলেও অনায়াসে এক থেকে দেড়দিন নিতে পারবেন। ফোনের সাথে চার্জ দেয়ার জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জার তো পাচ্ছেনই।

এবার যদি,রিয়েলমি নারজো ২০ ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে যাই,তাহলে বলতে হবে গতানুগতিক। এককথায় বলতে গেলে এভারেজ। Narzo 20 ফোনের ডিজাইনটি ২০২০ সালের সবচেয়ে বেশি ফোনে ব্যাবহার করা হয়েছে। মিড বাজেট থেকে কিছুটা কম বাজেট নতুন ব্রান্ডের কিছু স্মার্টফোনেও এই একই ডিজাইনিং দিয়ে ফোন বাজারে এনেছিল।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post