src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> যেকারনে ফোনের টাচ প্রবলেম হতে পারে

যেকারনে ফোনের টাচ প্রবলেম হতে পারে

অনেকসময় দেখা যায় মোবাইল কেনার পরে মোবাইলে টাচে সমস্যা দেখা দেয়। টাচ রেসপন্স ততটা ভালো পাওয়া যায়না। আবার কখনো কখনো ফোনের টাচ রেসপন্স স্লো দেখায়। যেসকল কারনে ফোনের টাচ সমস্যা হতে পারে,সেসব কারনগুলো আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।

phone touch problem
Mobile touch problem

আমাদের যেসকল কারনে টাচ রেসপন্স স্লো হয়,তারমধ্যে সবচেয়ে বড় ও কমন কারন হলো ফোনের প্রসেসর পারফরমেন্স। অথাৎ আপনার ফোনের র‍্যাম ও রমের স্পেস যদি কম থাকে তাহলে প্রসেসর পারফরমেন্স স্লো হয়ে যায়। প্রসেসর পারফরমেন্স স্লো থাকার কারনে আপনার ফোনের টাচ রেসপন্স কিছুটা ধীর গতিতে হতে পারে। তাছাড়া আপনার ফোনে অতিরিক্ত এপ্লিকেশন বা গেমস ইন্সটল করা থাকলে সেগুলা আপনার ফোনের পারফরমেন্স স্লো করে দেয়,যদিনা আপনার প্রসেসর উন্নতমানের না হয়। 


এছাড়া বাহ্যিক যেকারনে আপনার ফোনের টাচ প্রবলেম দেখা দিতে পারে,তারমধ্যে অন্যতম হলো ফোন দিনের দীর্ঘক্ষন সময় জিন্স প্যান্টের পকেটে রাখা। ফোন দীর্ঘক্ষন সময় প্যান্টের পকেটে রাখলে সেটা ফোনের ডিসপ্লেতে খসখসে দাগ সৃষ্টি করতে পারে তাছাড়া আপনার ফোনের মাঝে পায়ের ঘাম জমে তা টাচ সমস্যা করতে পারে। বাজারে অনেক ফোন কাভার রয়েছে। যদি দীর্ঘক্ষণ প্যান্টের পকেটে রাখা প্রয়োজন পড়ে,তাহলে কোন কাভার বা ফোন ব্যাগ ব্যাবহার করুন অথবা কোন টিসু পেপার দিয়ে পেচিয়ে ফোন পকেটে রাখুন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post