src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> স্মার্টফোন হ্যাং হওয়ার পাঁচটি কারন জানুন

স্মার্টফোন হ্যাং হওয়ার পাঁচটি কারন জানুন

অনেকসময় দেখা যায় আমাদের হাতের স্মার্টফোনটি হ্যাং হয়ে যায়। আমরা অনেকেই ফোন হ্যাং হওয়ার কারন বুঝতে পারিনা। ফোন হ্যাং হওয়াটা কতটা বিরক্তিকর এটা যাদের ফোন হ্যাং হয়,একমাত্র তারাই বুঝতে পারে। আজকের আর্টিকেলে ফোন হ্যাং হওয়ার কারনগুলো নিয়ে আলোচনা করবো।

র‍্যাম ম্যানেজমেন্টঃ ফোনের র‍্যাম মেমোরি স্পেস কম থাকলে তখন ফোন হ্যাং হতে পারে। সেক্ষেত্রে আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় এপ্লিকেশন আন-ইন্সটল করে দিবেন।

Phone hang or lag
Mobile Hang

মেমোরি স্পেসঃ যদিও ফোনের এক্সটারনাল মেমোরির সাথে ফোনের সম্পর্ক তেমন নেই তবুও আপনার ফোনের এক্সটারনাল মেমোরি যদি নিন্মমানের হয় বা স্পেস কম থাকে তাহলে আপনার ফোন হ্যাং দিতে পারে।

প্রসেসর সমস্যাঃ আপনার ফোনের প্রসেসর যদি মিডিয়াটেকের হয় আর আপনি যদি এই প্রসেসর দিয়ে উচ্চতর মানের গেমস ইন্সটল দিয়ে রাখেন যেগুলা প্রতিনিয়ত আপনার র‍্যাম ব্যাস্ত রাখে,প্রসেসর এক্টিভ রাখে,তাহলে কোন কারন ছাড়াই আপনার ফোন হ্যাং দিতে পারে।

অতিরিক্ত হিটিংঃ ফোন চার্জ দেয়া অবস্থা ব্যাবহার করার ফলে অতিরিক্ত হিটিং হয়। যা আপনার ফোনের পারফরমেন্স অনেক দূর্বল করে দেয়। যা আপনার ফোনের হ্যাং হওয়ার জন্য দায়ী।

নেটওয়ার্কিং সিস্টেমঃ যখন আপনার মোবাইলে যে সিম থাকে। সেই সিমের নেটওয়ার্কিং পারফরমেন্স যদি দূর্বল হয়,তাহলে যেকোন কাজ করতে গেলে আপনার ফোনের নেটওয়ার্কিং পারফরমেন্সের কারন ফোন হ্যাং দিতে পারে।

ফোন যাতে হ্যাং না হয় সেজন্য অবশ্যই ফোনের র‍্যাম ও রমের ৫০% স্পেস খালি বা ফ্রি রাখার চেস্টা করবেন। তাতেকরে ফোনের পারফরমেন্স অনেক ভালো পাবেন এমনকি হ্যাং হওয়ার সম্ভাবনা অনেকগুন কমে যাবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post