src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোন বেক কাভার হলুদ হওয়ার কারন ও সমাধান

ফোন বেক কাভার হলুদ হওয়ার কারন ও সমাধান

বর্তমান যুগে প্রায় বেশিরভাগ মানুষই ফোনের সাথে বেক কাভার ব্যাবহার করে থাকি। আসলে আমরা ইচ্ছে করে বেক কাভার ব্যাবহার করিনা, ফোন কোম্পানি আমাদেরকে কেব কাভার ব্যাবহার করাতে বাধ্য করে,যা সত্যি। ফোনগুলো এমনভাবে বানানো হয় যে, বেক কাভার ব্যাবহার না করলে সামান্য হাত থেকে পড়ে ভেঙ্গে যাওয়া বা দাগ পড়ে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে।

Phone back cover
Mobile Back Cover

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিছুদিন পর বেক কাভারে হলুদ দাগ পড়ে যায়। যা দেখতে অনেক পুরাতন মনে হয়। আসলে দেখতে যতটা পুরাতন মনে হয় বাস্তবে ততটা পুরাতন না। তখন বাধ্য হয়েই বাজার থেকে বেক কাভার কিনতে হয়। সময়ের সঙ্গে কেবল মানুষই নয়, স্মার্টফোনের কভারও বদলায়। বিশেষ করে সিলিকনের তৈরি স্বচ্ছ কভারগুলো দেখবেন যে কয়েক মাস ব্যবহারের পর হলুদ থেকে লাল হতে শুরু করে। পেছনের কারণটা খুব একটা জটিল নয়। তবে বিজ্ঞান কি বলছে তা আগে জানবো তারপর এটার সমাধান জানার চেস্টা করবো।

যে সিলিকনের স্বচ্ছ কভারগুলো মাস কয়েক পর হলদেটে হতে শুরু করে। সিলিকন বেশ নমনীয় পলিমার। সহজে দোমড়ানো-মোচড়া যায়। চট করে ভাঙে না। দামেও তুলনামূলক সস্তা। হয়তো সে কারণেই সিলিকনের স্মার্টফোন কভারগুলোর দাম অন্যগুলোর চেয়ে কিছুটা কম হয়। মিড বাজেটের বেশিরভাগ স্মার্টফোন ব্রান্ডগুলো বক্সের সাথে এই সিলিকনের কাভার ফ্রি দিয়ে থাকে। তবে প্রশ্ন হলো, অল্প ব্যবহারে ফোনের কাভার হলুদ কেন হয়?

বেশ কিছু কারণ আছে। যেমনঃ আলো, তাপ কিংবা বিশেষ কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে এমনটা হতে পারে। মূল কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি, অর্থাৎ সূর্যালোকে দীর্ঘদিন ব্যবহার করলে স্বচ্ছ সিলিকন হলদেটে কিংবা লালচে হয়ে যেতে পারে। কারণ, বেশির ভাগ কভার থার্মোপ্লাস্টিক পলিইউরিথেনের (টিপিইউ) তৈরি। আর অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিডেশন বা জারণ হলে এমনটা হয়।

আপনি চাইলে গুগল ঘাঁটলে আরেকটি কারণও চোখে পড়ে। মানব শরীরের ঘাম কিংবা ত্বকের তৈলাক্ততার জন্য সিলিকনে একধরনের জারণ বিক্রিয়া ঘটে বলে সিলিকনের রঙ বদলায়। আমরা যখন ফোন হাতে নিয়ে রাখি,তখন তা ব্যাবহারের ফলে গরম হয়। ফোন চার্জে লাগালেও গরম হয়। সেই গরম ভাপের কারনেও আপনার ফোনের বেক কাভার হলুদ হয়ে যেতে পারে। আবার প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট কোরায় এক ব্যবহারকারী লিখেছেন, সিলিকনের কেসগুলো স্বাভাবিক অবস্থাতেই হালকা হলদেটে থাকে। তৈরির সময় এতে খানিকটা নীল রং মিশিয়ে দেওয়া হয় বলে আমাদের চোখে স্বচ্ছ ও রংহীন বলে মনে হয়। এত যুক্তির মধ্যে অবশ্য অতিবেগুনি রশ্মির প্রভাব বেশি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। তবে কোনোটাই বাদ দেওয়ার মতো নয়।

এবার আসি,আপনি কিভাবে ফোনের বেক কাভারের হলদে দাগ পরিস্কার করবেন?

অনেকে ব্লিচিং পাউডার বা সাবান–পানি দিয়ে মুঠোফোনের কভার পরিষ্কারের কথা বলেন থাকে। অনেকে আবার পানিতে ব্লিচিং পাউডার গুলিয়ে ব্যবহারের কথাও শোনা যায়। অ্যালকোহল প্যাড দিয়েও পরিষ্কার করা যায়। তবে ব্যক্তিগত অভিজ্ঞতায় এর কোনোটাই তেমন কার্যকরী বলে মনে হয়নি। একবার হলদেটে হয়ে গেলে তা আর আগের মতো পরিষ্কার-স্বচ্ছ অবস্থায় নেওয়া যায় না। তবে সাবান পানি বা অ্যালকোহল প্যাড ব্যবহারে জীবাণু পরিষ্কার হতে পারে। যা করোনাকালীন সময়ে বেশ কার্যকর একটি পদ্ধতি। রং বদলালেই যে কভারগুলো নষ্ট হয়ে যায়, ব্যাপারটা তা না। চাইলে এভাবেই ব্যবহার করতে পারেন। আর দৃষ্টিকটু মনে হলে নতুন কোনো কভার কিনে নেওয়াই বরং ভালো। আপনার কাভারের রং হলুদ হওয়া মানে এইনা যে,আপনার ফোনের গায়েও দাগ পড়ে যাচ্ছে! আপনার ফোনের কিছুই হবেনা। এগুলা সিলিকনের কাভার তাই এমন হলদে ভাব হয়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post