আমরা যারা ফেসবুক ম্যাসেঞ্জার বা এপ্লিকেশন ব্যাবহার করি তাদের কেউ কেউ "Messenger isn't Responding" এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকি। আমাদের আজকের আর্টিকেলে এই সমস্যার কারন ও এটার সমাধান কি হতে পারে,সেই নিয়ে আলোচনা করবো।
![]() |
Messenger Isnt Responding |
ফেইসবুক ম্যাসেঞ্জারে চ্যাট করার সময় বা ফেসবুক লাইট বা ফেইসবুকের কোন এপ্লিকেশন ব্যাবহার করার সময় আমরা "Messenger isn't Responding" লিখাটা চলে আসে। যারা এই সমস্যার সম্মুখীন হয়েছি তারা অবশ্যই বুঝি এটি কতটা বিরক্তিকর। শুরুতেই জেনে নিই এই সমস্যাটি হওয়ার কারন।
আপনি যে ম্যাসেজ ব্যাবহার করছেন যেটি যদি মিনিমাইজ করে দীর্ঘক্ষন ব্যাবহার করেন,তাহলে এই সমস্যা হতে পারে। তাছাড়া ম্যাসেঞ্জারে অনেক ছবি শেয়ার করা,ভিডিও শেয়ার করা হলে এই সমস্যাটি হতে পারে। ফোনের র্যাম রম ফ্রি স্পেস কম থাকার কারনে আপনার "Messenger isn't Responding" সমস্যাটি হতে পারে। তাছাড়া আপনার ম্যাসেঞ্জার আপডেট নেয়ার পর যদি পর্যাপ্ত স্পেস না পায়,তাহলে এটি হতে পারে। যাদের ফোনের ভার্সন পুরাতন বেশিরভাগ ক্ষেত্রে তাদের এই সমস্যাটি হয়।
এবার জেনে নিন "Messenger isn't Responding" লিখার সমাধান কি! "Messenger isn't Responding" লিখাটি যদি আপনি দেখেন, তাহলে আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং থেকে এপ্স/এপ্লিকেশন অপশনে যাবেন। এপ্লিকেশন থেকে ম্যাসেঞ্জার এপ্স খুঁজে বের করুন। এবার সেখান ম্যাসেঞ্জারে ক্লিক দিন। ম্যাসেঞ্জার থেকে "Clear Data" অপশনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো।
এবার ম্যাসেঞ্জারে ঢুকতে গেলে আবারো পুনরায় ফেইসবুকে লগিন করতে বলবে। ফেইসবুকে লগিন করুন। তারপর ৫-৭দিন এই সমস্যা করবেনা। সাধারনত পুরাতন ভার্সনের ফোনগুলাতে এই "Messenger isn't Responding" সমস্যাটি দেখা দেয়। যথাসম্ভব চেস্টা করবেন ম্যাসেঞ্জার আপডেট না দিতে। ম্যাসেঞ্জার বা অন্য কোন এপ্লিকেশন প্রয়োজন ব্যাতিত আপডেট দিবেন না। যেহেতু আপনার ফোনের ভার্সন পুরাতন তাই আপনার ম্যাসেঞ্জারে এই সমস্যাটি করে। এছাড়া নতুন ভার্সনের আপগ্রেডেশন কিছু কিছু ফোনে এই সমস্যাটি করে থাকে। যদি সম্ভব হয়,ফোনটি রিস্টার্ট দিন। ফোন রিস্টার্ট দিলে আপনার "Messenger isn't Responding" সমস্যার সমাধান পেতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।