src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Mediatek G85 Processor Performance||মিডিয়াটেক জি৮৫ প্রসেসর পারফরমেন্স যেমন

Mediatek G85 Processor Performance||মিডিয়াটেক জি৮৫ প্রসেসর পারফরমেন্স যেমন

বর্তমান বাজারে মিডিয়াটেক প্রসেসরের আপগ্রেড প্রসেসর মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর। যদিও বাজারে মিডিয়াটেক জি ৯০ টি ও মিডিয়াটেক জি ৯৫ প্রসেসর ফোন এভেইলেবল আছে। আজকের আর্টিকেলে আমরা মিডিয়াটেক হিলিও জি ৮৫ প্রসেসর পারফরমেন্স রিভিউ নিয়ে আলোচনা করবো।

Mediatek processor
Mediatek G85 Processor

সাম্প্রতিক বাজারে আসা মাইক্রোমেক্স ইন ওয়ান এ ফোনে মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর ব্যাবহার করা হয়েছে। তাছাড়া বাজারে আসা রিয়েলমি নারজো ২০ ফোনেই একই মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর ব্যাবহার করা হয়েছে। আমরা যদি বাজারে থাকা এই দুটি ফোনের দিকে তাকাই ও ফোন দুটির পারফরমেন্স দেখি,তাহলে বুঝতে পারবো মিডিয়াটেক জি ৮৫ প্রসেসরের পারফরমেন্স কেমন হতে পারে।

মিডিয়াটেক জি ৮৫ গেমিং পারফরমেন্সঃ গেমিং করার ক্ষেত্রে মিডিয়াটেক জি ৮৫ মিড লেভেলের গেমিং পারফরমেন্স দিবে। যেহেতু এটি মিডিয়াটেকের প্রসেসর সেহেতু টুকটাক হিটিং ইসুৎ তো থাকবেই। পাশাপাশি হেবি গেমিং করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। নরমাল বা মিড লেভেলের গেমিং করায় আপনার তেমন সমস্যা হবেনা।

মিডিয়াটেক জি ৮৫ ক্যামেরা পারফরমেন্সঃ ক্যামেরার ক্ষেত্রে মিডিয়াটেক ফোনের ক্যামেরা মোটামুটি চলার মত। সেই লেভেলের ভালো বলতে পারবেন না, আবার আপনি সেই লেভেলের খারাপ ও বলতে পারবেন না। আপনি যেমন ছবি চাচ্ছেন মোটামুটি মানের নরমাল ছবি দিবে।

মিডিয়াটেক জি ৮৫ ফোন পারফরমেন্সঃ একটি আদর্শ মোবাইল ফোন হিসেবে মিডিয়াটেকের প্রসেসর যুক্ত ফোনে এখন অনেক আপগ্রেডেশন আনা হয়েছে। ফোন হিসেবে এই প্রসেসর দিয়ে আপনার ফোন মোটামুটি ভালো মানের সার্ভিস দিবে। টুকটাক হিটিং ইসুৎ ব্যাতিত তেমন বড় কোন সমস্যা আপনাকে ফেস করতে হবেনা।

মিডিয়াটেক জি ৮৫ প্রসেসরটি শুরুর দিকে গেমিং প্রসেসর হিসেবে বলা হলেও, বর্তমান যুগে কোয়ালকম স্নাপড্রাগনের আপগ্রেড প্রসেসর আসার পর মিডিয়াটেক, কোয়ালকমের কাছে কোনকোন ক্ষেত্রে হেরে যাচ্ছে। তবে বাজারে মিডিয়াটেক প্রসেসরের মধ্যে মিডিয়াটেক জি ৮৫ প্রসেসর যথেষ্ট ভালো ও উন্ন আপগ্রেডেশন প্রসেসর বলতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post