অনেকেই আছে যারা কম বাজেটে বেশি স্পেসিফিকেশন ফোন কেনায় আগ্রহ থাকে। বাজারে নতুন এসেছে এমন স্মার্টফোনগুলো আপনাকে কম বাজেটে বেশি স্পেসিফিকেশন দিয়ে ফোন কেনার দিকে লোভ দেখাবে এটাই স্বাভাবিক। আপনার জেনে রাখা উচিৎ, আপনার কস্টের টাকায় কেনা ফোনটি যদি,কেনার কয়েকদিন বাদেই সমস্যা দেখা দেয় তখন সেই টাকার কস্ট আপনার চেয়ে বেশি কেউ বুঝবেনা। বাজারে নতুন কোন ব্রান্ড আসলে,শুরুরদিকে তারা আপনাকে তুলনামূলক খুবই কম দামে বেশি স্পেসিফিকেশন ফোন দেয়ার চেস্টা করবে। যদি কিছুটা সামান্য কম দামে বা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ৫০০ থেকে এক হাজার টাকা কমে একই স্পেসিফিকেশনে ফোন দিয়ে থাকে,তাহলে ঠিক আছে।
![]() |
Low budget Mobile |
যদি ফোনের দাম ও স্পেসিফিকেশনের পার্থক্য খুব বেশি হয় তাহলে এটা সন্দেহজনক ধরে নিবেন। ফোনের স্পেসিফিকেশন ও দাম অন্য নামীদামী ব্রেন্ডের চেয়ে বেশি কম হলে,যাচাইবাছাই ছাড়া সেই ফোন না কেনাটাই ভালো। কম দামে বা অল্প বাজেটে বেশি স্পেসিফিকেশন ফোন কেনার অসুবিধেগুলো জেনে নিইঃ
★ কমদামে অধিক স্পেসিফিকেশন দেয়া ফোনগুলাতে যে সমস্যাটি প্রকট দেখা যায়,সেটি হলো ফোনের নেটওয়ার্ক সমস্যা। ফোনের ইন্টারনেট স্পিড তুলনামূলক স্লো থাকে।
★ ফোনের ব্যাটারি বেকাপ ফোন কেনার প্রথম ৬মাস ভালো থাকলেও ধীরেধীরে তা খারাপের দিকে যেতে থাকে। একটাসময় ফোনের ব্যাটারি বেকাপ খুব বেশি খারাপের দিকে চলে যায়।
★ কম বাজেটে,বেশি স্পেসিফিকেশন বা বেশি সুবিধার ফোনের ক্যামেরা ততটা ভালো হয়না। মোবাইল শোরুমে যেহেতু অনেক বেশি পর্যাপ্ত লাইটিং ব্যাবস্থা থাকে,সেহেতু দোকানে ফোন কেনার সময় সব ফোনের ক্যামেরাই দূর্দান্ত মনে হবে। বাসায় এসে অল্প আলোতে ছবি তুলতে গিয়ে দেখা যাবে যে, ফোনের ক্যামেরা ততটা সুবিধাজনক নয়।
সদ্য বাজারে আসা নতুন স্মার্টফোন ব্রান্ডগুলা সাধারণত কম বাজেটে বেশি স্পেসিফিকেশন ও কোন কোন ক্ষেত্রে দূর্দান্ত আকর্ষণীয় ডিজাইনিং ফোন দেয়ার চেস্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে এইসব ফোন কিনে আমরা লক্ষ করি, ফোনের নেটওয়ার্কিং খারাপ বা ইন্টারনেট স্পিড স্লো কাজ করে বা ফোনের ক্যামেরা সুবিধাজনক নয়। তাই বাজেট অল্প হলেও নামীদামী ব্রান্ডের ভালো ফোন কেনার কথা চিন্তা করুন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।