আমাদের অনেকের ফোন প্রায় হারিয়ে যায় বা চুরি হয় বা ছিনতাই হয়ে যায়। ফোন হারিয়ে গেলে কি করবো, ফোন চুরি হলে করনীয় কি,ছিনতাই হলে করনীয় কি,এই বিষয়ে অনেকেই আমাদের কাছে জানতে চায়। আপনার হাতের প্রিয় ফোনটি যদি হারিয়ে যায় তখন আপনি কি করবেন,আজকের আর্টিকেলে সেই বিষয়ে আলোচনা করা হবে।
![]() |
Find Your Lost Mobile |
★ আপনার হাতের প্রিয় ফোন হারিয়ে গেলে করনীয় কি?
উত্তরঃ আপনার হাতের ফোনটি যদি হারিয়ে যায় বা পকেট থেকে পারে যায়,তাহলে প্রাথমিক অবস্থা কিছুটা খুঁজাখুঁজি তো অবশ্যই করবেন। তারপর তাৎক্ষণিক ফোনে কল দেয়ার চেস্টা করুন। আশেপাশে মানুষের ফোন থেকে বা যেকোন মাধ্যমে ফোন দেয়ার চেস্টা করুন। ফোন দিয়ে যদি বুঝতে পারেন যে সেটি বন্ধ তাহলে ধরে নিবেন যে সেটি কারো হাতে চলে গিয়েছে। তারপর বাসায় গিয়ে সেই নাম্বারে নির্দিষ্ট সময় পরপর ফোন দেয়ার চেস্টা করুন। তার আগে অবশ্যই আপনার ফোনে লগ ইন থাকা জিমেইলের পার্সওয়াড পরিবর্তন করে নিন। পাশাপাশি ফেসবুক সহ সকল সোস্যাল মিডিয়া নাম্বার পরিবর্তন করে নিন। আপনার ফোন হারানো গিয়েছে, এই মর্মে ফেসবুকে একটি স্টেটাস দিয়ে রাখতে পারেন। একদিন বা দুইদিন পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি দেখেন যে, সেই ফোন চালু হয়নি,তখন নিকটস্থ থানায় জিডি বা সাধারণ ডায়েরী করে নিতে পারেন। আপনার যদি থানায় যাওয়া ভয়ের মনে হয় তাহলে আপনি চাইলে অনলাইনে ফ্রিতে জিডি বা সাধারন ডায়েরি করতে পারেন। অনলাইনে জিডি করার নিয়ম ইউটিউব চ্যানেলে পাবেন। নতুবা নিকটস্থ কম্পিউটার দোকানে করতে পারেন। অনলাইনে জিডি করতে আপনার ভোটার আইডিকার্ড লাগবে। ফটোকপি নয়, আসল কপিটি লাগবে।
★ মোবাইল ফোন চুরি হয়ে গেলে করনীয় কি?
উত্তরঃ আপনার সখের মোবাইল ফোনটি যদি চুরি হয়ে যায় তাহলে আপনি প্রথমেই থানায় গিয়ে জিডি করতে পারেন। জিডি করতে না চাইলে, একটু আগের অংশে যেভাবে বলা হয়েছিল সেভাবে অনলাইনে জিডি করতে পারেন।
★ থানায় বা অনলাইনে জিডি করলে কি ফোন ফেরত পাওয়া যায়?
উত্তরঃ অনেকের মনে এই বিষয়ে প্রশ্ন আছে। তবে আপনি জেনে খুশি হবেন যে, আমাদের দেশে যে প্রযুক্তি আছে সেখানে ফোন চুরি হওয়ার পরে, সেই ফোনে কোন সিম ঢুকানো হলে সেটি ট্রেকিং করা যায়। পুলিশ চাইলে সেই সিমের নাম্বার ট্রেকিং করে খুব সহজে আপনার ফোন খুঁজে বের করে দিতে পারে। যদিও অনেক ক্ষেত্রে পুলিশ আগ্রহ নিয়ে বা গুরুত্বদিয়ে কাজটি করেনা আবার কোন কোন থানায় পুলিশ সদস্যরা দ্বায়িত্ব নিয়ে এইসব ফোন খুঁজে বের করে দিয়ে থাকে।
কিন্তু এখানে আমাদের জন্য আরেকটি হতাশার বিষয় হলো, সাম্প্রতি শোনা যাচ্ছে যে চুরি যাওয়া ফোন নেয়ার পর প্রযুক্তির সহায়তায় সেগুলার ইএমইআই নাম্বার পরিবর্তন করে ফেলে। যার কারনে অনেকক্ষেত্রে আমাদের দ্বায়িত্ববান পুলিশ সদস্যরা তৎপর হওয়া স্বত্তেও আমাদের ফোন খুঁজে বের করে দিতে অসমর্থ হয়।
★ ফোন হারানো গেলে জিডি করে তাহলে লাভ কি?
উত্তরঃ আপনি যদি হারানো ফোন নাও পান তবুও জিডি করে আপনার ক্ষতি নেই। এমনো হতে পারে, ফোনে আপনার সাথে আপনার বান্ধবী বা আপনার কোন পরিচিত ব্যাক্তির গোপন ছবি ছিল। চোর যদি আপনার সেই ছবি ভাইরাল করে দেয় এবং তখন আপনার প্রিয়জন যদি ভুল বুঝে আপনার বিরূদ্ধে ব্যাবস্থা নেয় বা আপনাকে দায়ী করে,তখন আপনি আপনার ফোন হারানোর প্রমানস্বরূপ সেই জিডি কপি তাকে দেখাতে পারবেন।
অথবা ফোন হারানোর পরে, চোর যদি আপনাকে আরো অধিকতম ক্ষতি করার উদ্দেশ্যে আপনার ফেসবুক আইডি হ্যাক করে বা ফেসবুকে ঢুকে আজেবাজে পোস্ট দেয় বা আপনার কোন বন্ধুর কাছ থেকে টাকাপয়সা নিয়ে নেয়,তখন আপনার এই জিডি কপি কাজে লাগবে। যদি সম্ভব হয়,ফোন হারিয়ে যাওয়া,চুরি হওয়া বা ছিনতাই হওয়ার পরে অনলাইন বা অফলাইনে জিডি বা সাধারণ ডায়েরী করে রাখবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।