সাম্প্রতিক সময়ে আইটেলের নতুন এক ফোন বাজারে এসেছে যেটি Itel vision 2। মাত্র ৮ হাজার ৯৯০ টাকায় এই ফোনের ডিজাইন বিবেচবায় ১৫ হাজার টাকার বাজেট ফোনকেও হার মানাবে। আপনি Itel vision 2 ফোনটি হাতে নিলে বোঝার উপায় নেই,যে এটি ৯হাজার বাজেটের একটি ফোন। আজকের আমাদের আর্টিকেলে Itel vision 2 ফোনটির ভালো ও মন্দ দিক,কেন আপনার Itel vision 2 ফোনটি কেনা উচিৎ আর কেনই বা কেনা উচিৎ নয় এই বিষয়ে আলোচনা করা হবে।
![]() |
Itel Vision 2 Review |
Itel vision 2 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ আইটেল ভিশন ২ ফোনটির ডিজাইনিং এর কারনে মার্কেট কাপাবে।
★ ওজনে অনেক কম।
★ দূর্দান্ত ক্যামেরা সেটাপ,সাথে চার হাজার এমএইচের বিশাল ব্যাটারি।
★ ফোনের কোন ডট নচ ডিসপ্লে আছে যা একটাসময় ১৫ হাজার বাজেট ফোনেও থাকতোনা।
Itel vision 2 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ প্রসেসর ও মেমোরি চিন্তা করলে দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। অন্তত মিডিয়াটেকের কোন প্রসেসর দিতে পারতো।
★ চার্জার অন্তত ১০ ওয়াটের দেয়া উচিৎ ছিল।
Itel vision 2 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা টুকটাক সোস্যাল মিডিয়া ব্যাবহার করার জন্য দূর্দান্ত কোন ডিজাইন ফোন কিনতে চাচ্ছেন,তারা এই ফোনটি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন। এই ফোনের ডিজাইন দেখে বোঝার উপায় নেই ফোনের দাম কেমন। এই ডিজাইনটি সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়েছে ২০২০ সালের মিড বাজেট ফোনগুলাতে। সুতরাং ডিজাইনের দিকটা বিবেচবায় আনলে Itel vision 2 সেরা ফোন।
Itel vision 2 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা গেমিং করার জন্য ফোন কেনার কথা ভাবছেন তাদের অন্তত এই ফোনটি কেনা উচিৎ নয়। তবে টুকটাক হালকাপাতলা গেমিং করার কথা চিন্তা করলে ঠিকই আছে। ফোনের প্রসেসর ও চার্জার সেকশনে কিছুটা বেকডেটেড ভার্সন ব্যাবহার করা হয়েছে। তাই গেমিং বা দূর্দান্ত পারফরমেন্স যারা চান,তারা এটিকে এড়িয়ে যাওয়াই ভালো।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।