src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Iphone 13 কি বাজারে আসবে না আসলে কেন আসবেনা?

Iphone 13 কি বাজারে আসবে না আসলে কেন আসবেনা?

টেক জগতে খবর ছড়িয়ে পড়েছিল ২০২১ সালের শেষদিকে বা ২০২২ সালে বাজারে আসতে পারে Iphone 13 ফোন। অনেকের ধারনা ছিল ২০২১ সালেই আসবে আইফোন ১৩ স্মার্টফোন। সবার জল্পনা কল্পনা কি সত্যি হবে নাকি মিলবেনা কারো ধারনা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আর্টিকেল।

Iphone 12 pro
Iphone 13

২০২১ বা ২০২২ এর শুরুতে Iphone 13 ফোনটি বাজারে আসার কথা ছিল। Iphone থেকে অফিশিয়ালি কিছুই জানায়নি সবই ছিল টেক দুনিয়ার গুঞ্জন। এই সব গুঞ্জনকে মিথ্যা প্রমান করে এখন এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। এখন বলা হচ্ছে যে, ১৩ বা তেরো সংখ্যাটি ইউরোপ বা আমেরিকাতে আনলাকি সংখ্যা হিসেবে ধরা হয়। প্রতি মাসের ১৩ তারিখ ইউরোপ বা আমেরিকার লোকজন কোন শুভ কাজে হাত দেয়না। এমনকি যদি সম্ভব হয়, দিনটাকে তারা বাসায় পরিবারের সাথে কাটানোর চেস্টা করে। আপনি শুনলে হয়তো অবাক হবেন,অনেক বাসায় ক্যালেন্ডারের পাতা থেকে ১৩ সংখ্যাকে কেটে দেয়া হয় বা ঢেকে রাখা হয়। কারো জন্মদিন যদি কোনক্রমে মাসের ১৩ তারিখ দেয়া হয় তাকে অভাগা হিসেবে মনে করে সবাই। এমনকি বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে তারা প্রতি মাসের ১৩ তারিখটাক্ব এড়িয়ে যাবার চেস্টা করে। আইফোনের সবচেয়ে বড় ক্রেতা দেশ সেই ইউরোপ বা আমেরিকানরা। আমরা বাংলাদেশী আর ইন্ডিয়ানরা আর কতটাই বা আইফোন কিনি? সেই Iphone 13 নাকি লাঞ্চ করবেনা। Iphone 13 এর ১৩ সংখ্যাটাকে আইফোন এড়িয়ে যাবে। আইফোন ১২ এর সাথেই অন্য কোন নাম বা প্রো ভার্সন হিসেবে কিছু একটা লাঞ্চ করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। শুধুমাত্র একটা সংখ্যার সংখ্যাগত দ্বদ্ধের কারনে বের হচ্ছেনা Iphone 13 ফোন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post