মোবাইল ব্যাংকিং করার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় বিকাশ-Bkash। বিকাশ একাউন্ট খুব সহজে বাসায় বসে আপনি খুলতে পারেন। শুধুমাত্র আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে একবার পড়ুন, তাহলে এক্ষুনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন। বাসায় বসে বিকাশ একাউন্ট খুললে আপনি সর্বনিম্ন ৭৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এখন থেকে বিকাশ একাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে আর দোকানে যেতে হবেনা। আপনি চাইলে বাসায় বসেই আপনার Bkash একাউন্ট খুলতে পারেন। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্থ মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ।
Bkash Account খোলার জন্য যা যা করতে হবেঃ
![]() |
সহজে বিকাশ একাউন্ট খুলুন |
★ প্রথমে গুগল প্লেস্টোর থেকে বিকাশ এপ্স ডাউনলোড করুন। প্লেস্টোরে অসংখ্য ভূয়া এপ্লিকেশন থাকতে পারে। আসল বিকাশ এপ্লিকেশন ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
বিদ্রঃ এই বিকাশ এপ্লিকেশন লিংক নিচের অংশে আবারো দেয়া থাকবে,তাই চাইলে পোস্ট পুরোটা পড়ার পরে তারপর ডাউনলোড করতে পারবেন।
★ দ্বিতীয়ত, Bkash Account খোলার জন্য আপনার ভোটার আইডি কার্ডের কপি বের করুন। ভোটার আইডির আসল কপি যদি আপনার কাছে না থাকে তাহলে ভোটার আইডির রঙ্গিন/কালার স্কেন কপি হলেও চলবে। সেটি বের করুন।
★ Bkash Account খোলার ক্ষেত্রে এপ্লিকেশন ডাউনলোড করার পর এপ্স ওপেন করুন। তারপর 'রেজিস্ট্রেশন" অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিলে আপনার মোবাইল নাম্বার চাইবে। আপনার ফোনে থাকা মোবাইল নাম্বারটি দিন। তারপর পরবর্তী ধাপে যান।
★ এবার অটোমেটিক আপনার ফোনের পেছনের ক্যামেরা অন হয়ে যাবে। সেই ক্যামেরায় আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশ রাখুন। ঠিকভাবে রেখে, ক্যামেরায় স্কেন অংশ ক্লিক করুন। তারপর আপনার ভোটার আইডির পেছনের অংশ ফোন ক্যামেরায় রাখুন। পেছনের অংশের ছবি স্কেন করুন।
★ এখন Bkash Account খোলার জন্য আপনার ফোনের সেলফি ক্যামেরা অন হয়ে যাবে। পর্যাপ্ত লাইটে আপনার একটি সেলফি তুলুন। যদি সম্ভব হয়, আপনার পেছনে দেয়াল বা জানালার পর্দা রেখে ছবি তুলুন। ছবি তোলার ক্ষেত্রে আপনার চোখ নাড়াচাড়া করুন। দেখবেন অটোমেটিক ছবি নিয়ে নিবে।
★ এখন Bkash Account খোলার ক্ষেত্রে দেখতে পাবেন,বিকাশ এপ্সে আপনার ভোটার আইডির সকল তথ্য আপনার সামনে চলে আসবে। নাম, জন্মতারিখ, ভোটার আইডি নম্বর সহ সকল তথ্য আপনি দেখতে পাবেন।
★ সকল তথ্য ঠিকঠাক থাকলে,আপনি নারী নাকি পুরুষ সেটির অপশন আসবে। সেটি পুরন করুন। আপনার সিমে একটি ভেরিফিকেশন কোড আসতে পারে, সেটি অটোমেটিক বিকাশ এপ্লিকেশন নিয়ে নিবে। তারপর আপনার কাছে নূন্মতম পাঁচ সংখ্যার একটি কোড চাইবে। আপনার নিজের মতো করে,পাঁচ সংখ্যার কোড দিয়ে দিন। চাইলে আরো বেশি সংখ্যার কোড দিতে পারেন। Bkash Account খোলার ক্ষেত্রে আপনার গোপন কোড বা গোপন পিন কত বা কত সংখ্যার দিবেন, সেটা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার। তবে পাঁচ সংখ্যার কম দিতে পারবেন না।
ব্যাস, আপনার বিকাশ একাউন্ট খোলা হয়ে গেলো।
★ প্রাথমিক অবস্থায় যে ৫০ টাকা বোনাস পাবার কথা, সেই বোনাস সর্বনিম্ন ৫মিনিট থেকে সর্বোচ্চ ২দিনের মধ্যে পেয়ে যাবেন। সেই ৫০ টাকা ব্যালেন্স থেকে,আপনি যদি ২৫ টাকা আপনার ফোনে রিচার্জ করে নেন, তাহলে আপনি আরো ২৫ টাকা বোনাস পাবেন।
★ আপনার একাউন্ট ভ্যারিফিকেশনের জন্য সর্বনিন্ম ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যদি তথ্যে কোনপ্রকার সমস্যা থাকে,তাহলে বিকাশ থেকে ম্যাসেজ দিয়ে জানানো হবে।
Bkash Account খোলার জন্য "বিকাশ এপ্স" প্লেস্টোর থেকে ডাউনলোড করার লিংক নিচের এই লিখার শেষে আবারো দেয়া হবে। নিচের লিখাটি পড়ুন,বিকাশ নিয়ে আরো কিছু তথ্য জানতে পারবেন।
এখন আসি, Bkash Account ব্যাবহার কেন করবেন? কেন Bkash Account ব্যাবহার করা নিরাপদ।
বিকাশ আমাদের বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং সেবা। Bkash Account খোলার মাধ্যমে আমরা এই বিকাশের সুবিধা পেতে পারি। বিকাশ একাউন্ট খোলার ফলে যে যে সুবিধা পাই সেগুলো হলো।
★ খুব সহজে যেকোন নাম্বারে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারি। Bkash Account থেকে মোবাইল রিচার্জ করতে কোনপ্রকার অতিরিক্ত চার্জ লাগেনা।
★ আমাদের কারেন্ট বিল,গ্যাস বিল, ওয়াইফাই বিল সহ যেকোনো বিল বিকাশের মাধ্যমে দিতে পারি। এমনকি এইসব বিল পেমেন্টে বিভিন্ন সময় বোনাস ও লটারির পুরুষ্কার দেয়া হয়। প্রতি ঘন্টায় বিজয়ী বা প্রতিদিনের বিজয়ী হিসেবে ক্যাশবেক পুরস্কার দেয়া হয়ে থাকে। যা বিকাশ ছাড়া অন্য মোবাইল ব্যাংকিং সেবায় নাও পেতে পারেন।
★ Bkash Account ব্যাবহার করে ব্রাক ব্যাংকের যেকোন বুথ থেকে আমরা টাকা তুলতে পারি। এক্ষেত্রে চার্জ তুলনামূলক কম কাটে। তারমানে একটি বিকাশ একাউন্ট করে,আমরা ব্যাংক একাউন্টের মতোই সুযোগ সুবিধা পেতে পারি।
★ বিকাশ একাউন্ট ব্যাবহার করে বিভিন্ন শপিং সেন্টারে বিল পেমেন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট বা ছাড় দেয়া হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন অনলাইন শপিং করার ক্ষেত্রেও বিশেষ ছাড় থাকে,যা শুধুমাত্র বিকাশ এপ্স বা বিকাশ একাউন্ট যাদের আছে তারাই পেয়ে থাকে।
★ বিকাশে বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন অফার দিয়ে থাকে। যেমনঃ ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৬ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশবেক,নতুন বছর উপলক্ষে ২১ টাকা রিচার্জে ২১ টাকা ক্যাশবেক, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১ টাকা রিচার্জে ২৫ টাকা ক্যাশবেক সহ বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। এই অফারগুলো আপনি বিকাশ এপ্স ব্যাবহার করার মাধ্যমে পেতে পারেন।
বিকাশ একাউন্ট খোলার জন্য আপডেট বিকাশ এপ্লিকেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।